Connect with us

Cricket News

ICC test ranking: টেস্ট ব়্যাঙ্কিংয়ে ভারতীয়দের রমরমা! ব্যাট-বল মিলিয়ে সেরা দশে ৬ জন

Advertisement

আইসিসি সদ্য প্রকাশিত বিশ্ব টেস্ট ব়্যাঙ্কিংয়ে ভারতীয়দের জমজমাট আসর। প্রতিটি বিভাগে নিজেদের স্থান শক্ত করেছেন ভারতীয় ক্রিকেটাররা। পৃথিবীর যেকোনো দেশের তুলনায় আইসিসির সদ্যপ্রকাশিত সেরাদের তালিকা সেরা দশে ভারতীয় ক্রিকেটারদের সংখ্যাই সর্বাধিক। হোক সেটা বল বা ব্যাট কিংবা অলরাউন্ডারের ক্ষেত্রে। প্রতিটা বিভাগে সেরার সেরা স্থান দখল করে নিয়েছে ভারতীয় ক্রিকেটাররা।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় রোহিত শর্মা রয়েছেন আগের মতোই ৮ নম্বরে। ১০ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আইসিসির এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হলেন অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশান। এছাড়া পাক অধিনায়ক বাবর আজম রয়েছেন ৫ নম্বরে। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ অবশ্য কিছুটা পিছিয়ে ১১ নম্বরে নিজেকে ধরে রেখেছেন সেরাদের তালিকা।

ব্যাটসম্যানদের তালিকায় ভারতীয়দের জমজমাট হলেও কোন অংশে ভারতীয় ক্রিকেটাররা পিছিয়ে নেই বোলিং ব়্যাঙ্কিংয়ে। আগের মতো সেরাদের তালিকার দ্বিতীয় স্থান দখল করে রেখেছেন রবীচন্দ্রন অশ্বিন। এছাড়া সবাইকে অবাক করে সেরার তালিকায় তৃতীয় স্থানে ঢুকে পড়েছেন জসপ্রিত বুমরাহ। অবশ্য এই তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। তৃতীয় স্থান থেকে পদচ্যুত হয়ে চতুর্থ স্থানে পৌঁছে গেছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রীদি।

এদিকে বল ব্যাটে ভারতীয় ক্রিকেটাররা অনন্য নজির গড়লেও অলরাউন্ডারের তালিকায় মোটেও পিছিয়ে নেই ভারতীয়রা। অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাছাড়া দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছেন রবীচন্দ্রন অশ্বিন।

Advertisement

#Trending

More in Cricket News