Connect with us

Cricket News

‘অবশ্যই তাকে প্রথম টেস্টে খেলতে দেখবেন’, এই ক্রিকেটারকে ইঙ্গিত করে বক্তব্য আকাশ চোপড়ার

Advertisement

ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে হারতে হয়েছে ভারতকে। নিউজিল্যান্ডের স্বপ্ন পূরণের দিনে বিরাটদের‌ বিশ্ব সেরা হওয়ার স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। ঠিক আট বছর আগে এই ২৩ জুন ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। আট বছর বাদে সেই একই দিনে সাউদাম্পটনে মুখ থুবড়ে পড়ল বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

কিন্তু এই হারের পরেই নানান ভাবে সমালোচনার শিকার হতে হয়েছে দলের ক্যাপন্টেন ও অন্যান্য সদস্যরা। তবে সবচেয়ে বেশি সমালোচনার ঝড় সই হয়েছে ভারতীয় ব্যাটিংকে। বিশেষ করে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে।

এবার পুজারার প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে। পুজারার ব্যাটিং-এর সমালোচনা করে নানান এক সাংবাদিক নানান প্রশ্ন করে তাকে। বিশেষ করে পরবর্তী টেস্ট ম্যাচে পুজারা থাকছেন কি না জিজ্ঞাসা করায়। তিনি বলেন, “অবশ্যই তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে দেখবেন।”

তিনি আরও বলেছেন, “শেষবারের মতো ইংল্যান্ড সফরে চেতেশ্বর সেঞ্চুরি করেছিলেন। হ্যাঁ, আমি জানি আপনি কী ভাবেন যে ইংল্যান্ডে তার গড় 30 এর চেয়ে কম। আমি আশা করছি পরের ম্যাচ গুলিতে ভালোই খেলবে।”

Advertisement

#Trending

More in Cricket News