Connect with us

Cricket News

Rohit Sharma: একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব পেয়েই বিরাট কোহলিকে নিয়ে বড় কথা বললেন রোহিত শর্মা

Advertisement

ভারতীয় ক্রিকেটে যুগের পরিবর্তন। এক রাজারহাট থেকে ক্ষমতা বদল হয়ে গেল অন্য রাজার হাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে বিরাট কোহলির ঘোষণা রীতিমতো সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করে দিয়েছিল। তিনি নিজেই টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। যদিও একদিনের ম্যাচে এবং টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সবকিছু সেই মতোই চলছিলো। কিন্তু হঠাৎ যুগের পরিবর্তনের হওয়ায় সবকিছু পাল্টে নতুন রূপে সজ্জিত হল ভারতীয় দল।

টি-টোয়েন্টির পর এবার একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব হারালেন বিরাট কোহলি। একরকম জোর করেই তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে রাজা করা হলো রোহিত শর্মাকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের হয়ে সাদা বলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। যদিও ইতিপূর্বে সাদা বলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় হিটম্যানের। তবে বিরাট কোহলির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একরকম জোর পূর্বক অধিনায়ক পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে অধিনায়ক হওয়ার পর বিরাট কোহলিকে নিয়ে সাফাই গাইতে ভোলেননি অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড দলের দায়িত্ব আমার হাতে তুলে দিলেও আমাদের অধিনায়ক বিরাট কোহলি থাকবেন। তার অভিজ্ঞতা এবং খেলার কৌশল বারবার ভারতীয় দলকে চরম বিপদ থেকে উদ্ধার করেছে। তাছাড়া একজন ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেটে ৫০-এর উপরে রান সংগ্রহ করেছেন বিরাট কোহলি। যা এক কথায় অবিশ্বাস্য। তাই দলের দায়িত্ব যার হাতেই হোক না কেন অধিনায়ক থাকছেন বিরাট কোহলি।

রোহিত শর্মা এমন সাফাই দেওয়ার পর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। কেউ কেউ বিষয়টি সুদৃষ্টিতে দেখলেও অধিকাংশ ক্ষেত্রে সমালোচনার শিকার হয়েছে। এখন আলোচিত হোক কিংবা সমালোচিত, সদা বলে দুই ফরমেটে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত শর্মা।

Advertisement

#Trending

More in Cricket News