
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং টেস্ট সিরিজ খেলতে ভারত। ইতিপূর্বে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে রোহিত বাহিনী। টেস্ট সিরিজের প্রথম টেস্ট ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে কানপুর গ্রীন পার্ক স্টেডিয়ামে। যেখানে অল্পের ব্যবধানে জয় হাতছাড়া হয়েছে ভারতের। কিন্তু নিজের অভিষেক ম্যাচে নজর কেড়েছেন শ্রেয়াস আইয়ার। ভারতীয় প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে শতক এবং দ্বিতীয় ইনিংসে অর্ধশত রানের বিধ্বংসী ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। মূলত দ্বিতীয় ইনিংসে তার অনবদ্য ৬৫ রান ভারতকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিল।
অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে শ্রেয়াস আইয়ার অনবদ্য ১০৫ রান করেন। দ্বিতীয় ইনিংসে যুক্ত করেন আরও ৬৫ রান। প্রথম টেস্ট ম্যাচে ভারতের হাতে রান থাকলেও ওভারের কোমতির জন্য পার পেয়ে যায় নিউজিল্যান্ড। পঞ্চম দিনে শেষ উইকেটে ম্যাচ ড্র করে নিউজিল্যান্ড।
গতকাল থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ শুরু হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে দুটি ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন মায়ানক আগারওয়াল। যার ফলে দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছিলো মায়ানক আগারওয়ালের বিরুদ্ধে। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে মন জয় করেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের।
দীর্ঘ প্রায় দুই বছর পর তার ব্যাট থেকে এসেছে শতরানের ইনিংস। প্রথম ইনিংসে অনবদ্য ১৫০ রান করেন মায়ানক আগারওয়াল।
মূলত তার লম্বা ইনিংসের উপর ভর করে ভারত প্রথম ইনিংস শেষে ৩২৫ রানের লিড দিতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের হয়ে আজাজ প্যাটেল একাই ১০ উইকেট দখল করে ইতিহাস তৈরী করেছেন। কিন্তু ভারতের বোলারদের বিধ্বংসী বোলিং প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলশ্রুতিতে দ্বিতীয় ইনিংসে মায়ানক আগারওয়ালের সাথে জুটি বেঁধে মাঠে নামেন চেতেশ্বর। বর্তমানে মায়ানক আগারওয়াল অপরাজিত ৩৮ এবং চেতেশ্বর পুজারা অপরাজিত ২৯ রানে ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৩২ রানের বিশাল লিডে দাঁড়িয়ে রয়েছে ভারত। মায়ানক আগারওয়াল ম্যাচে নজরকাড়া ইনিংস খেলে রীতিমতো মন জয় করে ফেলেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের।
