Connect with us

Cricket News

Indian cricket team: সৌরভ-ধোনির পর ভারতীয় দলের ভিত্তিপ্রস্তর মজবুত করেছেন কোহলিই! দাবি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান চ্যাপেলের

Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। যা বর্তমান সময়ে ক্রিকেট জগতে সবচেয়ে আলোচিত বিষয়। এবার সেই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনির পরে বিরাট কোহলি ছিলেন ভারতীয় দলের যোগ্য উত্তরসূরি। খেলার মধ্যে আগ্রাসন তাকে আলাদা পরিচয় দিয়েছে। শুধু দেখার বিষয় ছিল অধিনায়ক হওয়ার পর বিরাট কোহলির মধ্যে সেই আগ্রাসী মনোভাব থাকে কি না? তবে দীর্ঘ সাত বছরের অধিনায়ক জীবনে বিরাট কোহলি কখনোই আগ্রাসী মনোভাব হারাননি।”

ইয়ান চ্যাপেলের মতে,”বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক তাতে সন্দেহ নেই। ভারতীয় প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলেন বিরাট কোহলি। যেখানে ভারতের ক্রিকেট ইতিহাসে এই তালিকায় নাম নেই কোন কিংবদন্তির। অজিঙ্কা রাহানেকে সহ-অধিনায়ক করে ইংল্যান্ডের মাটিতে ভারত ছিল অপরাজেয়। তাছাড়া দেশের মাটিতে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল বিধ্বংসী পারফরম্যান্স করেছে তাতে সন্দেহ নেই। সে ক্ষেত্রে ভারতের অনেক অধিনায়ক পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি থেকে।”

উল্লেখ্য, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি স্বয়ং। তারপর ওডিআই-এর অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব নিজেই ছেড়ে দেন বিরাট। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলে একজন ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে অধিনায়কত্বের চাপ নিয়ে পারফরম্যান্স করতে দেখা গেছে তাকে। এবার চাপমুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করবেন বিরাট কোহলি, এমনটাই আশা ক্রিকেট বিশেষজ্ঞদের।

Advertisement

#Trending

More in Cricket News