Connect with us

Cricket News

BCCI: সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণের পর এবার শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় দায়িত্বে বসতে চলেছেন ‘ক্রিকেটের ঈশ্বর’

Advertisement

ভারতীয় ক্রিকেটে এখন তিন মহারথী দ্বারা চালিত। বিসিসিআইয়ের মুখ্য ভূমিকায় রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন রাহুল দ্রাবিড় এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমীর প্রধান হিসেবে নব নিযুক্ত হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ভারতীয় ক্রিকেট এখন সঠিক হাতে রয়েছে। তবে এই তিন মহারথীর সাথে ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

এতদিন পর্যন্ত শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনরকম পদ গ্রহণ করেননি তিনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহা এদিন ইতিবাচক নির্ণয় নিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হতে চলেছেন। বর্তমানে এই প্রসঙ্গে শচীন টেন্ডুলকারের সাথে ডিসিসিআইয়ের কথোপকথন চলছে। তবে এখনও শচীন টেন্ডুলকারের পক্ষ থেকে কোনরকম জবাব আসেনি বলে জানা গেছে।

বিসিসিআই সচিব জয় সাহা বলেন, শচীন টেন্ডুলকারকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় দায়িত্ব দিতে আগ্রহী তারা। তার কথায় স্পষ্ট যে, আগামীতে শচীন টেন্ডুলকার ভারতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করতে পারেন। সে ক্ষেত্রে ভারতীয় দলের ভিত্তিপ্রস্তর আরো শক্ত হবে বলে মনে করেন তিনি। ২০১৯ সালে সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। ২০২১ সালের অন্তিম লগ্নে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলে নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছেন। বাকি এখন শুধুমাত্র ক্রিকেটের ঈশ্বর। তবে খুব তাড়াতাড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে শচীন টেন্ডুলকার যুক্ত হবেন বলে জানা গেছে সূত্রের মাধ্যমে।

Advertisement

#Trending

More in Cricket News