Connect with us

Cricket News

সৌরভের দাদাগিরিতে ব্রিসবেনে এই সুযোগ সুবিধা পেল ভারত

Advertisement

অবশেষে স্বস্তি ভারতীয় শিবিরে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় ক্রিকেটারদের জিম এবং সুইমিং পুল ব্যবহারের অনুমতি দিল হোটেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বুধবার থেকেই শুরু হয়ে গেল হাউসকিপিংয়ের ব্যবস্থাও।

মঙ্গলবার ব্রিসবেনে যাওয়ার পরেই প্রবল সমস্যার মুখোমুখি হয়েছিল ভারত। তাদের যা বলা হয়েছিল, হোটেলে গিয়ে দেখা গিয়েছিল তার উল্টোটাই হয়েছে। নানা অজুহাত দেখিয়ে জিম, সুইমিং পুল সব কিছুই বন্ধ ছিল। এমনকি সংক্রমণ ছড়ানোর ভয়ে ক্রিকেটারদের ঘরে হাউসকিপিংয়ের ব্যবস্থা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। ফলে বিছানার চাদর পালটানো থেকে শৌচাগার পরিষ্কার, সব কাজই করতে হচ্ছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের।

এই ঘটনার তীব্র প্রতিবাদ করে ভারতীয় ক্রিকেটারের। টিম ম্যানেজমেন্টের তরফে জানানোর পর তত্‍ক্ষণাত্‍ সৌরভ এবং সচিব জয় শাহ ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ভারতের তরফে চাপ দেওয়া হয়। এরপরেই কিছুটা নরম হয়েছে হোটেল কর্তৃপক্ষ।

সুইমিং পুল ও জিম খোলাই নয়, অনুশীলনও শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। যেটা সত্যিই একটা ভাল খবর। কারণ হাতে রয়েছে আর মাত্র ১টি দিন।

সুইমিং পুল এবং জিম খোলায় অনেকটাই স্বস্তিতে শিবির। যে ভাবে ভারতীয় দল চোট-আঘাতে জর্জরিত, তাতে এই দুটি জিনিসের গুরুত্ব যে বর্তমান সময়ে অপরিসীম, তা জানানো হয়েছিল দলের তরফেই। ভারতের চাপে অস্ট্রেলিয়া তা মেনে নিয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News