
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বার বিরাট কোহলির নেতৃত্বে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল টিম ইন্ডিয়া। তবে ম্যাচের তৃতীয় দিনে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। কেপটাউনের শুরু হওয়া সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের নির্ণায়ক ম্যাচ। তবে তৃতীয় টেস্টে ৭ উইকেটে ম্যাচে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-২ ব্যবধানে সিরিজ পরাজয় ঘটে টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকা সফরের পূর্বে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটের নেতৃত্ব হারিয়েছেন। এই টেস্ট সিরিজ তার জন্য ছিল অগ্নিপরীক্ষা স্বরূপ।
টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের পর ক্রিকেট বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন বিরাট কোহলির নিকট থেকে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব কেড়ে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ঘটনাটি এত আশ্চর্যকর ভাবে ঘটবে তার অনুমান করতে পারেনি কেউই। কেপ টাউনের তৃতীয় ম্যাচে স্ট্যাম্প বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি।সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।
অবশেষে আজ টুইটারে কোহলি লিখেছেন, ‘গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম, একটানা ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। কোনও একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে, আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়।’
কোহলি আরও লিখেছেন, ‘এই যাত্রাপথে অনেক উত্থান এবং কিছু পতন হয়েছে। কিন্তু কখনওই চেষ্টা বা বিশ্বাসের খামতি থাকেনি। যাই করি না কেন, বরাবর নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। দলের প্রতি অসৎ হতে পারব না।’
তিনি তার টুইট বার্তায় আরো লিখেছেন,’মহেন্দ্র সিং ধোনির নিকট চির কৃতজ্ঞ থাকবেন তিনি। কারণ মহেন্দ্র সিং ধোনি তাকে ভারতীয় দলের যোগ্য অধিনায়ক মনে করেছিলেন। এছাড়া ভারতীয় প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিরাট কোহলি।’
— Virat Kohli (@imVkohli) January 15, 2022
