
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্ব জয় করলেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ক্রিকেটার আজাজ প্যাটেল। মুম্বাইয়ের ছেলের হাতে ক্ষতবিক্ষত হলো ভারতীয় দল। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেষ্ট ম্যাচ খেলতে নেমেছে বিরাট বাহিনী। উল্লেখ্য, ইতিপূর্বে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ সামান্য ব্যবধানে হাতছাড়া হয়েছে ভারতের। প্রথম ম্যাচে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে অজিঙ্কা রাহানেদের। সিরিজ জয়ের লক্ষ্যে চলতি ম্যাচে জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য ভারতের। সেই লক্ষ্যে প্রথমে টসে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
গতকাল টসে জিতে ব্যাটিং করতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছিল। আজ দ্বিতীয় দিনের খেলায় মায়ানক আগারওয়াল এবং ঋদ্ধিমান সাহার জুটিতে মাঠে নেমেছিল ভারত। কিন্তু সেট ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর পরের বলেই ইনফর্ম ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিনকে আউট করেন আজাজ প্যাটেল। পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে পুনরায় নিউজিল্যান্ডকে চালকের আসনে বসান আজাজ প্যাটেল।
কিন্তু সেখানেও থেমে থাকেননি তিনি। ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে পুরো উইকেটের কোটা নিজের পকেটে ভরেছেন আজাজ প্যাটেল। ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আজাজ প্যাটেল। তিনি ভারতের বিরুদ্ধে ১০ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন। ৪৭.৫ ওভার বোলিং করে ১১৯ রানের বিনিময়ে ১০ উইকেট দখল করলেন আজাজ প্যাটেল।
