Connect with us

Cricket News

Ajaz Patel: জন্মভূমি থেকে নিজের জীবনের সেরা পুরস্কার পেলেন আজাজ প্যাটেল

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সম্প্রতি ভারত সফর করতে এসেছিল নিউজিল্যান্ড। সফরকালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্ব জয় করলেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ক্রিকেটার আজাজ প্যাটেল। মুম্বাইয়ের ছেলের হাতে ক্ষতবিক্ষত হয়েছে ভারতীয় দল। গত ৩রা ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেষ্ট ম্যাচ খেলতে নেমেছিল বিরাট বাহিনী। উল্লেখ্য, ইতিপূর্বে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ সামান্য ব্যবধানে হাতছাড়া হয়েছিল ভারতের। প্রথম ম্যাচে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে অজিঙ্কা রাহানেদের। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য ছিল ভারতের। সেই লক্ষ্যে প্রথমে টসে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম দিনের শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছিল। দ্বিতীয় দিনের খেলায় মায়ানক আগারওয়াল এবং ঋদ্ধিমান সাহার জুটিতে মাঠে নেমেছিল ভারত। কিন্তু সেট ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর পরের বলেই ইনফর্ম ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিনকে আউট করেন আজাজ প্যাটেল। পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে পুনরায় নিউজিল্যান্ডকে চালকের আসনে বসান আজাজ প্যাটেল।

কিন্তু সেখানেও থেমে থাকেননি তিনি আজাজ প্যাটেল। ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে পুরো উইকেটের কোটা নিজের পকেটে ভরেন আজাজ প্যাটেল। ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আজাজ প্যাটেল। তিনি ভারতের বিরুদ্ধে ১০ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন। ৪৭.৫ ওভার বোলিং করে ১১৯ রানের বিনিময়ে ১০ উইকেট দখল করেন আজাজ প্যাটেল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার ঝুলিতে যুক্ত হয় আরও চারটি উইকেট।

কিন্তু আশ্চর্যের বিষয় এই, যাদের বিরুদ্ধে আজাজ প্যাটেল বিধ্বংসী বোলিং করলেন তাদের নিকট থেকে পেলেন সেরা উপহার। আজাজ প্যাটেলের বিধ্বংসী বোলিং-এ সন্তুষ্ট হয় ভারতীয় ক্রিকেটাররা নিজেদের নামাঙ্কিত জার্সি উপহার দিয়েছেন আজাজ প্যাটেলকে। ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন সেই জার্সি তুলে দিয়েছেন নিউজিল্যান্ডের এই বোলারের হাতে। সাফল্যের স্বীকৃতি দিয়ে আরো একবার আলোচনার শীর্ষে উঠে এসেছে ভারতীয় দল।

Advertisement

#Trending

More in Cricket News