Connect with us

Cricket News

Ajaz Patel: এক ম্যাচে ১৪ উইকেট আজাজ প্যাটেলের, এই ক্রিকেটারের রেকর্ড স্পর্শ করলেন কিউই তারকা

Advertisement

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ভারতীয় কিংবদন্তি বোলারের রেকর্ড স্পর্শ করলেন নিউজিল্যান্ডের বোলার আজাজ প্যাটেল। এক ম্যাচে ১৪ উইকেট দখল করে এখন সংবাদ শিরোনামে আজাজ প্যাটেল। ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে নিয়েছেন ১০ উইকেট। ওই একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৪ উইকেট। আর এর ফলশ্রুতিতে স্পর্শ করে ফেললেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলের রেকর্ড। ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অনিল কুম্বলে নিয়েছিলেন ১৪ উইকেট। ম্যাচের প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। যদিও একটি টেস্ট ম্যাচে ১৯ উইকেট নিয়ে ইতিহাস লিখেছেন জিম লেকার।

ইংল্যান্ডের প্রয়াত প্রাক্তন অফ-স্পিনার জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ উইকেট নেন। সেটাই টেস্ট ম্যাচের ইতিহাসে প্রথম ১০ উইকেট নেওয়ার ঘটনা ছিল। ওই একই টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে জিম লেকার নিয়েছিলেন মোট ১৯ উইকেট। যে রেকর্ড আজও ক্রিকেট জগতে অক্ষুন্ন রয়েছে। একের পর এক বিশ্ববরেণ্য বোলারের জন্ম হলেও জিম লেকারের রেকর্ডের কাছে পৌঁছাতে পারেননি কেউ।

ইংলিশ স্পিনার জিম লেকরের পর এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। সেই একই রেকর্ড তৃতীয় বোলার হিসেবে স্পর্শ করলেন মুম্বাইয়ের ছেলে আজাজ প্যাটেল। ওয়াংখেড়ে টেস্টের তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে প্রথমে দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে দেন আজাজ প্যাটেল। এরপর তাঁর শিকার হন শ্রেয়স আয়ার ও জয়ন্ত যাদব। এর ফলে দুই ইনিংস মিলিয়ে আজাজ প্যাটেলের সংগ্রহে গিয়ে দাঁড়ায় ১৪ উইকেট। ফলশ্রুতিতে দীর্ঘ ২০ বছর পরে কোন বোলার অনিল কুম্বলের রেকর্ড স্পর্শ করলেন।

Advertisement

#Trending

More in Cricket News