Connect with us

Cricket News

শ্রীলংকান টিমের করুন পরিণতির জন্য অর্জুনা রানাতুঙ্গার কটুক্তি দায়ী, প্রসঙ্গ তুললেন বীরেন্দ্র শেওয়াগ

  • by

Advertisement

ভারতীয় সিনিয়র ক্রিকেট টিম ইংল্যান্ড সফরে ব্যস্ত থাকায় শ্রীলঙ্কা সফরে ভারতের জুনিয়র টিম পাঠানো হয়েছে। সেখানে শেখর ধাওয়ান এর নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় জুনিয়ার টিম যাওয়ায় কু-মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কান প্রাক্তন ব্যাটসম্যান অর্জুনা রানাতুঙ্গা। তারপরেই ভারতীয় জুনিয়র টিম প্রথম দুটি ওডিআই ম্যাচ যোগ্য জবাব দিয়েছ শ্রীলঙ্কান ক্রিকেটকে। বীরেন্দ্র শেওয়াগ মনে করেন, ভারতীয় জুনিয়র টিম সম্পর্কে কুমন্তব্য করায় ক্রিকেটাররা সর্বস্ব দিয়ে লড়াই করছে শ্রীলঙ্কায়। তারাও দেখিয়ে দিয়েছে ভারতীয় কোন টিমই কম শক্তিশালী নয়।

ভারতীয় প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগ বলেন, আমাদের দেশে প্রতিভার অভাব নেই। আমাদের দেশে প্রতিবছর এত নতুন নতুন প্রতিভা ওঠে যা আমাদের পক্ষে এক দলে জায়গা দেওয়া সম্ভব নয়। তাই আমাদের একসাথে দুটো-তিনটে দল করলেও অসুবিধায় পড়তে হয় না। আর প্রত্যেকটি দলই সম-শক্তিশালী হবে। আর এর জন্য বড় কৃতিত্ব আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে নির্ভয় হয়ে খেলার উৎসাহ জাগায় আইপিএল। তিনি আরো বলেন, আমাদের যে কোন টিম শ্রীলংকার প্রধান টিম কে পরাজিত করার ক্ষমতা রাখে। জুনিয়র দলের বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ না থাকলেও এই টিম কোন অংশে কম শক্তিশালী নয়।

গত দুটি ম্যাচে বীরেন্দ্র শেওয়াগের সেই উক্তি যেন সফল হল। ভারতীয় জুনিয়র দল শ্রীলঙ্কা দলকে প্রথম ওডিআই ম্যাচ ৭ উইকেটে পরাজিত করেছে এবং দ্বিতীয় ওডিআইতে ৩ উইকেটে পরাজিত করেছে। দলের হয়ে কাল যেন দীপক চাহারেরই দিন ছিল। প্রথমে ব্যাটিং বিপর্যয় পড়লেও দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমারের অনবদ্য জুটি দলকে বিজয়ের সিংহদ্বারে নিয়ে যায়। শ্রীলংকার প্রাক্তন ব্যাটসম্যান অর্জুনা রানাতুঙ্গার উক্তির যোগ্য জবাব দিয়ে ভারত বর্তমানে (২-০) তে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News