
সংযুক্ত আরব আমিরাতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষে ভারত নতুন অধিনায়ককে স্বাগত জানাতে প্রস্তুত। বর্তমান অধিনায়ক বিরাট কোহলি আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। শুক্রবার, ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরা টি-টোয়েন্টি বিশ্বকাপে পরবর্তী ভারতীয় অধিনায়ক কে হতে পারেন সেই বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন।
ইতিমধ্যেই চলতি মাসে ভারতীয় দলের পরবর্তী হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম সরকারিভাবে ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। পরবর্তী ভারত অধিনায়ক হিসেবে দ্রাবিড়ের পছন্দ রোহিত শর্মাকে। তবে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে কে এল রাহুল ও ঋষভ পন্তকে নিয়ে ভাবনাচিন্তা করছে বিসিসিআই। তবে সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন পেসার আশিস নেহেরা জসপ্রীত বুমরাহের দিকে ইঙ্গিত করেছেন। তার মতে, জাতীয় দলের ফার্স্ট বোলার জাসপ্রিত বুমরাহ একমাত্র যিনি ভারতীয় দলের হয়ে তিনটি ফর্ম্যাটেই খেলেছেন। অন্যদিকে ফেভারিট কে এল রাহুল ও ঋষভ পন্ত তিনটির মধ্যে যেকোনো একটিতে বেঞ্চে থাকেন।
আশিস নেহেরার কথায়, বর্তমানে রোহিত শর্মার পরেই নাম উঠে আসছে কে এল রাহুল ও ঋষভ পন্তের। তবে নেহেরা উল্লেখ করেছেন, ঋষভ পন্ত বর্তমানে ভালো ফর্মে থাকলেও এর আগে বাদ পড়েছিলেন দল থেকে। অন্যদিকে টেস্ট ক্রিকেটে মায়াঙ্ক আগারওয়াল আহত না হলে দলে সুযোগ পেতেন না কে এল রাহুল। সুতরাং জসপ্রীত বুমরাহ এক্ষেত্রে অধিনায়ক হিসেবে অন্যতম বিকল্প হতে পারেন ভারতীয় দলের কাছে, মত নেহেরার।
ক্রিকবাজের সঙ্গে কথা বলতে গিয়ে নেহেরা জানিয়েছেন, অজয় জাদেজা বলেছিলেন, জসপ্রীত বুমরাহ সব ফর্ম্যাটের জন্য সর্বদা প্রথম একাদশে রয়েছেন। নিয়ম অনুযায়ী কোথাও লেখা নেই যে ফার্স্ট বোলাররা অধিনায়ক হতে পারেন না। তবে বেশিরভাগেরই প্রথম পছন্দ রোহিত শর্মা। তারপরেই অধিকাংশের পছন্দের তালিকায় রয়েছেন কে এল রাহুল। তবে এখনো পর্যন্ত পরবর্তী অধিনায়কের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়নি। অধিনায়ক হওয়ার দৌড়ে রোহিত শর্মা ও কে রাহুল এগিয়ে রয়েছেন। জানা গিয়েছে পরের সপ্তাহে কিউইদের বিরুদ্ধে ভারতীয় দলের টি-টোয়েন্টি ঘরোয়া সিরিজে সম্ভাব্য দল ঘোষিত হবে।
