Connect with us

Cricket News

সৌরভের খোঁজ নিতে হাসপাতালে এলেন অশোক ভট্টাচার্য

Advertisement

গতকাল সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) উডল্যান্ডস (Woodlands) হাসপাতালে ভর্তি হওয়ার পর সকলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তার দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই পুজো দিয়েছেন, বালুরঘাটে যজ্ঞ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন। তার সঙ্গে দেখা করে এসেছেন মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সিএবির প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সহ আরো অনেকে। এদিকে আজ সকালেই সুদূর শিলিগুড়ি থেকে সৌরভকে দেখতে এলেন শিলিগুড়ির বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)।

কেবিনে গিয়ে বেশ কিছুক্ষণ বিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন অশোক। তাঁর ইঙ্গিত, রাজনীতিতে যাওয়ার জল্পনা তৈরি হওয়ায় সৌরভের উপর মানসিক চাপ তৈরি হচ্ছিল। সেটাই সমস্যার কারণ হতে পারে। এই প্রসঙ্গে তিনি বলেন, “ড. দেবী শেঠির সঙ্গে কথা হয়েছে। ওঁর উপর অহেতুক মানসিক চাপ না যেন না দেওয়া হয়। আমি প্রথম থেকেই ওঁকে বলেছি, আমি চাই না যে তুমি রাজনীতির সঙ্গে যুক্ত হও। রাজনীতি তোমাকে কিছু দিতে পারবে না। পরশু রাতেও যখন সৌরভের সঙ্গে কথা হল, তখনও বলেছিলাম। আজও মনে করিয়ে দিলাম।”

অশোক ভট্টাচার্যের পাশাপাশি কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং রাজ্যের মন্ত্রী তাপস রায়ও এদিন হাসপাতালে যান। এছাড়া তাকে দেখতে যান বালির বিধায়ক বৈশালী ডালমিয়াও।

Advertisement

#Trending

More in Cricket News