Connect with us

Cricket News

ব্রিসবেনে খেলতে পারেন অশ্বিন-বুমরাহ, টসের আগে ভারতের প্রথম একাদশ ঘোষিত হবে

Advertisement

চার ম্যাচের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ফলাফল বর্তমানে ১-১। আগামীকাল ব্রিসবেনের গাব্বায় শুরু হচ্ছে চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগে প্রথম একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কিন্তু টিম ইন্ডিয়া এখনো তাদের প্রথম একাদশ ঘোষণা করেনি। জানা যাচ্ছে সেই একাদশ ঘোষিত হবে টসের আগেই। আর শেষ টেস্টে খেলানো হতে পারে রবিচন্দ্রন অশ্বিন ও যশপ্রীত বুমরাহকে।

অজিরা জেতার মতো জায়গায় পৌঁছে গেলেও তাঁদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে টিম ইন্ডিয়া। বলা ভাল অশ্বিন-বিহারী জুটি। এই অবস্থায় শুক্রবার গাব্বায় চতুর্থ টেস্টে খেলতে নামবে দু’দল। যে জিতবে সিরিজ তাঁর পকেটে। তবে গাব্বায় ভারতের তুলনায় কিছুটা হলেও এগিয়ে শুরু করবে অস্ট্রেলিয়া। কারণ চোট-আঘাতে রীতিমতো মিনি হাসপাতালে পরিণত হয়েছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের শুরু থেকেই চোট-আঘাতে জর্জরিত হয়ে পড়ে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টেই ছিটকে যান শামি। এরপর চোট পান উমেশ যাদব-কেএল রাহুল। সিডনি টেস্টের পর তালিকায় সংযোজন হয়েছে রবীন্দ্র জাদেজা-হনুমা বিহারীর নাম। এমনকী টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, পেটের ব্যথায় কাবু বুমরাহ। উলটোদিকে, অশ্বিনকে ভোগাচ্ছে পিঠের ব্যথা। আর তাই দু’জনকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি টিম ইন্ডিয়া। তবে এই দু’জন না খেললে বুমরাহর জায়গায় সুযোগ পেতে পারেন শার্দূল ঠাকুর। অন্যদিকে, অশ্বিনের জায়গায় প্রথম দলে আসতে পারেন কুলদীপ যাদব। এছাড়া চোট পাওয়া জাদেজার জায়গায় খেলবেন ওয়াশিংটন সুন্দর এবং হনুমার জায়গায় মায়াঙ্ক আগরওয়াল। তবে টিম ম্যানেজমেন্ট চার পেসারে খেললে কুলদীপ নন, নটরাজন দলে আসবেন। পুরোটাই অবশ্য নির্ভর করছে অশ্বিন-বুমরাহর চোট কেমন থাকে? তার উপর। সেকারণেই মনে করা হচ্ছে টসের আগেই প্রথম একাদশ ঘোষণা করবে ভারত।

এদিকে, অস্ট্রেলিয়া অবশ্য নিজেদের দলে কেবল একটি মাত্রই পরিবর্তন করেছে। চোটগ্রস্ত উইল পুকোভস্কির জায়গায় প্রথম একাদশে আসতে চলেছেন মার্কাস হ্যারিস। বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন অজি অধিনায়ক টিম পেইন।

রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন/কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ/শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি।

 

Advertisement

#Trending

More in Cricket News