
দক্ষিণ আফ্রিকা সফর যেন বর্তমানে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। কোহলিদের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ। ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয় করতে পারেনি টিম ইন্ডিয়া। এবার সেই রেকর্ড ভাঙ্গার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাট কোহলির হাতে। রাহুল দ্রাবিড়ের সামনেও এই সিরিজ অগ্নিপরীক্ষা। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে বিদেশের মাটিতে এটাই তার প্রথম সিরিজ। এদিকে দুই ভারতীয় বোলার (রবীচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সামি) বিশেষ রেকর্ড গড়ার মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন।
ইতিমধ্যে রবীচন্দ্রন অশ্বিন সবচেয়ে কম ম্যাচ খেলে ৪০০ উইকেট দখল করা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের নাম লিখিয়েছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসে। হরভজন সিংয়ের রেকর্ড ভেঙ্গে ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে আরো এক কিংবদন্তির রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। টেস্টে এখনও পর্যন্ত ৮১ টেস্টে ৪২৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ১৩১ টেস্টে কপিলের রয়েছে ৪৩৪টি উইকেট। অর্থাৎ প্রোটিয়াদের দেশে আর আট উইকেট নিলেই ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন তিনি। শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে। ১৩২ টেস্টে ৬১৯টি উইকেট রয়েছে তাঁর।
এদিকে ভারতীয় পেস বোলার মোহাম্মদ সামি আরো একটি লক্ষ্যমাত্রা অতিক্রম করতে চলেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে ঢুকে যেতে পারেন ভারতীয় বোলারদের এলিট ক্লাবে। পঞ্চম ভারতীয় পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার সুযোগ রয়েছে তার হাতে। বর্তমানে ৫৪ টেস্টে ১৯৫টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি। অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় পাঁচটি উইকেট পেলেই টেস্টে ২০০ উইকেট হয়ে যাবে তাঁর। এর আগে টেস্ট ক্রিকেটে পেস বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন কপিল দেব জাহির খান ইশান্ত শর্মা এবং শ্রীনাথ। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন মোহাম্মদ সামি।
