Connect with us

Cricket News

ল্যারেনজাইটিসে আক্রান্ত, হাসপাতালে ভর্তি বরুণ অ্যারণ

Advertisement

আইপিএল ও রাজস্থান রয়্যালসের তারকা পেসার বরুণ অ্যারনকে হাসপাতালে ভর্তি হতে হল। ল্যারিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাঁকে। গত আইপিএলেও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ঝাড়খন্ড দলে ছিলেন তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন।

উইন-এর রিপোর্ট অনুযায়ী, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে বরুণ তামিলনাড়ুর বিপক্ষে খেলেন। তিন ওভার বলও করেছিলেন। তবে বাংলার বিরুদ্ধে ম্যাচের আগে সংক্রমণের কারণে সরে দাঁড়ান।

উইন-কে বরুণের ঘনিষ্ট এক ব্যক্তি বলেছেন, ‘ল্যানরিঞ্জাইটিসে আক্রান্ত হয়ে বরুণ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিত্‍সকদের তত্ত্বাবধানে দ্রুত সুস্থ হয়ে উঠছে ও। এই সংক্রমণের কারণে বরুণ টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছে।’

দেশের ঘরোয়া একনম্বর টি২০ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বরুণের আইপিএল কেরিয়ার সমস্যায় পড়তে পারে। কারণ সামনের আইপিএলের আগে নিজের ফর্ম চেনানোর রাস্তা ছিল এই টুর্নামেন্ট।

বর্তমানে রয়্যালসের সঙ্গে অ্যারনের ২.৫ কোটি টাকার চুক্তি রয়েছে। তবে রাজস্থান সম্ভবত ঝাড়খন্ড পেসারকে রিটেন করার পথে হাঁটবে না। নিলামের আগেই রিলিজ করে দিতে পারে।

 

Advertisement

#Trending

More in Cricket News