Connect with us

Cricket News

Ashes 2021-22: ইংল্যান্ডকে ধুলিস্যাৎ করে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজে বাজিমাত অস্ট্রেলিয়ার!

Advertisement

ইংল্যান্ডকে কার্যত ধুলিস্যাৎ করে অ্যাশেজ সিরিজে বাজিমাত করলো অস্ট্রেলিয়া। ২০২১-২২ অ্যাশেজ সিরিজ আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। ৫ টেস্টের সিরিজে একটিমাত্র ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে ইংলিশ বাহিনী। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৪৬ রানের ব্যবধানে পরাজিত করে নতুন ইতিহাস রচনা করলো প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। জো রুটের ইংলিশ বাহিনীকে কার্যত দিশেহারা করে সিরিজ জয়ের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া।

রবিবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস মাত্র ১৫৫ রানে শেষ করে দিয়েও শেষরক্ষা হয়নি ইংল্যান্ডের। জেতার জন্য দ্বিতীয় ইনিংসে ২৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে ইংরেজদের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১২৪ রানে। রবিবার সকালে দুই ইংরেজ বোলার মার্ক উড এবং স্টুয়ার্ট ব্রড যে লড়াইটা বিপক্ষ শিবিরে পৌঁছে দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার তিন পেসার প্যাট কামিন্স, স্কট বোলান্ড এব‌ং ক্যামেরন গ্রিনের দাপটে তা কোনও কাজে লাগেনি।

সিরিজের পঞ্চম ম্যাচ অস্ট্রেলিয়ার প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অ্যালেক্স ক্যারে ৪৯ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার লড়াই ইন্ধন দিয়েছিলেন। এছাড়া স্টিভ স্মিথ ২৭ রান করেন দলের জন্য। উঠ ৬ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয় ঘটান। তবে অস্ট্রেলিয়ান পেস বোলিং লাইন আপ মাত্র ১২৪ রানে গুটিয়ে দেয় জো রুটদের। অধিনায়ক প্যাট কামিন্স, ক্যামেরণ গ্রীন এবং বোল্যান্ড ব্যক্তিগত তিনটি করে উইকেট দখল করেন। ক্যামেরণ গ্রীন মাত্র ৬ ওভার বোলিং করে ৩ উইকেট দখল করেন। ফলশ্রুতিতে ১৪৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজ ৪-০ ব্যবধানে ফের ঘরে উঠল অস্ট্রেলিয়ার।

Advertisement

#Trending

More in Cricket News