Connect with us

Cricket News

সিডনি টেস্টে জয়ের কাছে অস্ট্রেলিয়া, ভারতের ম্যাচ ভাগ্য পূজারা-রাহানে জুটির ওপর

Advertisement

সিডনিতে বর্ডার-গাভাসকর সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৪০৭ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। সেই টার্গেট তাড়া করতে নেমে ভারতের সংগ্রহ চতুর্থ দিনের শেষে ৯৮/২। শেষদিনে জয়ের জন্য ভারতকে করতে হবে ৩০৯ রান, অস্ট্রেলিয়ার দরকার ৮ উইকেট।

টেস্টের চতুর্থ দিনে ৬ উইকেটে ৩১২ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অজিরা। সর্বোচ্চ ৮৪ রান করেন ক্রিস গ্রিন। তরুণ গ্রিন ভারতীয় বোলারদের দারুণভাবে সামলান। ১৩২ বলের এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি ও ৪টি ওভারবাউন্ডারির সাহায্যে। ১৬৭ বলে ৮১ রান করেন স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাট থেকে আসে ১১৮ বলে ৭৩ রান। এছাড়া ৩৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক টিম পেইন। প্রথম ইনিংসে ৯৪ রানের লিড থাকায় জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় ৪০৭ রান। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও নভদ্বিপ সাইনি ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ একটি করে উইকেট লাভ করেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের বর্তমান স্কোর ৯৮/২। ৫২ করে আউট হয়েছেন রোহিত শর্মা। ৫০ করার শর্ট বলে তার ফেবারিট পুল শট মারতে গিয়েই আউট হন রোহিত। শুভমান গিল শুরুটা ভাল করেন করেছেন ৬৪ বলে ৩১ রান। বর্তমানে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর চেতেশ্বর পূজারা ৯ রানে ও ৪ রানে ব্যাট করছেন অধিনায়ক রাহানে। অজি বোলারদের মধ্যে ১টি করে উইকেট পান প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। পঞ্চম দিনে ভারতীয় ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে কেমন লড়াই করতে পারে সেটাই এখন দেখার।

Advertisement

#Trending

More in Cricket News