
ভারতীয় অলরাউন্ডার আক্সার প্যাটেল ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ফিরে আসতে চলেছেন। ১৩ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামিকাল থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ২য় টেস্টের খেলা। প্রশিক্ষণ চলাকালীন হাঁটুতে চোট পেয়ে চেপাকে প্রথম টেস্ট থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার। অন্যদিকে অস্ট্রেলিয়ায় একটি আঘাতের কারণে ভারত বনাম ইংল্যান্ডের গোটা টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন রবীন্দ্র জাদেজা। বিসিসিআই দ্বিতীয় টেস্টের জন্য প্রথম একাদশে আক্সার প্যাটেলের নির্বাচন নিশ্চিত করেছে।
৫ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত প্রথম টেস্টে ২২৭ রানের ব্যবধানে জো রুটের দলের কাছে হারে বিরাট বাহিনী। এই ঘটনা ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে বেশ শোরগোল ফেলেছিল। এমনকি বিরাট কোহলিকে অধিনায়কের পদ থেকে সরানোরও দাবি ওঠে।এছাড়া প্রথম টেস্টে খেলানো প্লেয়ারদের নিয়ে একাধিক প্রশ্নের মুখে পরে টিম ম্যানেজমেন্ট। তবে ২য় টেস্টে থাকছে একাধিক পরিবর্তন। আর এর মধ্যেই সবথেকে বড় সুখবর হল আক্সার প্যাটেল এর কামব্যাক। প্যাটেল এখন পুরোপুরি ফিট এবং ভারতীয় দলের সঙ্গে নেটে প্রশিক্ষণ নিতে দেখা যায় তাঁকে।
বিসিসিআই-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল প্যাটেলের প্রশিক্ষণের একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে তাকে নেটে বোলিং এবং ব্যাটিং করতে দেখা যাচ্ছে। বিসিসিআই নিশ্চিত করেছে যে প্যাটেল ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে নির্বাচনের জন্য উপলব্ধ। এছাড়া ইন্ডিয়ান ক্রিকেটের ইন্সটাগ্রাম প্রোফাইল এও ভিডিও পোস্ট করা হয়।আপলোডের সাথে সাথে ইহা ভক্তদের মধ্যে প্রতিক্রিয়ার বন্যা বইয়ে দেয়। সমর্থকদের একটি নির্দিষ্ট অংশ ছিল যারা দ্বিতীয় টেস্টের জন্য কুলদীপ যাদবকে একাদশে অন্তর্ভুক্ত করার দাবি জানায়। ইংল্যান্ডের বিরুদ্ধে পাল্টা আক্রমন করার জন্য সবদিক থেকে প্রস্তুত ভারতীয় দল।
