
টি-টোয়েন্টি ক্রিকেটে যেন বর্তমানে রাজ করে বেড়াচ্ছে পাকিস্তান। একের পর এক সিরিজ জয় করে তাক লাগিয়ে দিচ্ছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পরে বাংলাদেশকে দুই সিরিজে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। দেশে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবারও দুর্দান্ত প্রদর্শন দেখা গেল পাকিস্তানি ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্বার গতিতে টি-টোয়েন্টি সিরিজ জয় করে রেকর্ড গড়লো পাকিস্তান। যদিও করোনা অতিমারির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ স্থগিত করা হয়েছে।
এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে নয়া ইতিহাস রচনা করলো পাকিস্তানের ওপেনিং জুটি। মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের ব্যাট যেন উজ্জ্বল হয়ে উঠেছে চলতি বছরে। বিধ্বংসী ইনিংস খেলেছেন একের পর এক ম্যাচে। এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ শত রানের রেকর্ড ছিল ভারতের অধীনে। ওপেনিং জুটিতে রোহিত শর্মা-শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা-কে এল রাহুল চারটি করে শতরানের ইনিংস খেলেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড সৃষ্টি করলেন পাকবাহিনী।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তান। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করেন পাকিস্তানের ওপেনিং জুটি। বাবর আজম ব্যক্তিগত ৭৯ রান এবং মোহাম্মদ রিজওয়ান ব্যক্তিগত ৮৭ রানের ইনিংস খেলেন। দুজনের মধ্যে তৈরি হয় শতরানের অধিক পার্টনারশিপ। আর এর ফলশ্রুতিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ শত রানের পার্টনারশিপ এখন পাকিস্তানের দখলে। ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৫ বার শতরানের অধিক পার্টনারশিপ করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে পাকিস্তান। এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন দুই পাকিস্তানি ব্যাটসম্যান। মোহাম্মদ রিজওয়ান ২০২১ সালে মোট ২০৩৬ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে বাবর আজম করেছেন ১৭৭৯ রান।
