Connect with us

Cricket News

Babar Azam: ব্যাটিংয়ের সাথে সাথে বল হাতে তুলে নিলেন বাবর আজম, রইল ভিডিও

Advertisement

সাদা বলের ক্রিকেটে এখন পৃথিবীর এক নম্বর ব্যাটসম্যান তিনি। টেস্ট ক্রিকেটে দাঁড়িয়ে রয়েছেন অষ্টম স্থানে। পাকিস্তান জাতীয় দলের হয়ে করছেন আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব। এতো দায়িত্ব সামলানোর পরেও অন্য ভূমিকায় দেখা গেল পাক অধিনায়ক বাবর আজমকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে সম্প্রতি বাংলাদেশ সফর করেছে স্বাগতিকরা। সেখানে ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এই নিয়ে টানা ৮ টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত হয়ে লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে পাকিস্তান দল এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে।

ইতিমধ্যে তার প্রথম ধাপ উর্ত্তীন্ন করে ফেলেছে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে বাবর আজমের দল। বর্তমানে বাংলাদেশের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ৩০০ রানে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। জবাবে খেলতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করেছে। এখনও বাংলাদেশের ওপর ২২৪ রানের লিড রয়েছে পাকিস্তানের। বলতে গেলে সিরিজের দ্বিতীয় ম্যাচ ইতিমধ্যে হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের।

এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিনে অনন্য ভূমিকা পালন করতে দেখা গেল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। ব্যাট হাতে এতদিন বিশ্ব কাঁপিয়েছেন। আজ বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে ২২ গজে নামতে দেখা গেছে বাবর আজমকে। বাংলাদেশের বিরুদ্ধে ১ ওভার বোলিং করে মাত্র ১ রান খরচ করেন বাবর আজম। তবে বোলার হিসেবে এই প্রথমবার বাবর আজম মাঠে নামলেন এমনটি নয়। বাবর ৭২টি প্রথম শ্রেণির ম্যাচে পেয়েছেন ৫ উইকেট। ১৪৭টি লিস্ট এ ম্যাচে নিয়েছেন ১২টি উইকেট। ২০৫টি টি-২০ ম্যাচে পেয়েছেন ৪টি উইকেট। আজ হঠাৎ বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে বাবরকে দেখে রীতিমতো আশ্চর্য প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। সামান্য ব্যবধানের জন্য বাবর আজম একটি উইকেট থেকেও বঞ্চিত হয়েছেন আজ।

Advertisement

#Trending

More in Cricket News