
মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ১০৩ রানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম বারের জন্য এই কীর্তি গড়ল বাংলাদেশ। মুশফিকুর রহিম তার অষ্টম ওডিআই শতরান করেন।
দুইবার বৃষ্টির কারণে থেমে যাওয়া এক ইনিংসে উইকেট-রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর ১২৭ বলে ১০টি চার সহ ১২৫ রান করেন। বাংলাদেশ ৪৮.১ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায়।
৩৮ ওভারের পর শ্রীলঙ্কার স্কোর ১২৬-৯ ছিল। তৃতীয়বারের মতো বৃষ্টি খেলায় বাধা দেয়। শ্রীলঙ্কা খেলা শেষ করে ১৪১ রানে। ১০৩ রানের ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। মেহেদি হাসান এবং মুস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নেন। এটি তিনটি ফরম্যাট জুড়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
প্রথম ম্যাচের আগে শ্রীলঙ্কা শিবিরে ৩ জন করোনা আক্রান্ত বলে জানা যায়। দ্বিতীয় বার পরীক্ষার পর জানা যায় এক ক্রিকেটার করোনা পজিটিভ। তাঁকে বাদ দিয়েই শুরু হয় প্রথম ম্যাচ। তিন ম্যাচের সিরিজের প্রথম টিতে বাংলাদেশ ৩৩ রানে বিজয়ী হয়। সিরিজের বাকি ম্যাচ হবে কি না তা নিয়ে সন্দেহ থাকলেও দ্বিতীয় ম্যাচ খেলা হয়। ৩ ম্যাচের একদিনের সিরিজে ২-০ এগিয়ে যায় বাংলাদেশ।
