
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার বোলারদের জন্য সর্বশেষ ওয়ানডে ক্রমতালিকা প্রকাশ করেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা বর্তমানে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে। বাংলাদেশ উদ্বোধনী দুটি ওয়ানডে জিতে সিরিজ জেতে। ডিএলএস পদ্ধতিতে ১০৩ রানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম বারের জন্য এই কীর্তি গড়ল বাংলাদেশ। নিজের কেরিয়ারের সেরা জায়গায় পৌঁছালেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান। দুই ম্যাচে ৭ উইকেট নেওয়া এই অফ-স্পিনার ক্রমতালিকার ২ নম্বরে পৌঁছেছেন।
সর্বশেষ ক্রমতালিকায় মেহেদি হাসান তিন ধাপ এগিয়ে গেছেন। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের (৭৩৭ পয়েন্ট) পর ৭২৫ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন মেহেদি হাসান। মিরাজ এই লিড দিয়ে মুজিব উর রহমান (৭০৮), ম্যাট হানারি (৬৯১) এবং জসপ্রীত বুমরাহকে নিচে ঠেলে দিয়েছেন। তিনজন খেলোয়াড়ই এক ধাপ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন। বুমরাহ এখন ৬৯০ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছেন।
শীর্ষ ১০ বোলারদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অবস্থানে কোন পরিবর্তন নেই। বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুই জন করে বোলারও প্রথম দশে রয়েছেন। এছাড়া আফগানিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের একজন করে বোলার শীর্ষ দশে রয়েছেন।
⬆️ Mehidy Hasan Miraz climbs to No.2
⬆️ Mustafizur Rahman breaks into top 10Huge gains for Bangladesh bowlers in the @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings 👏 pic.twitter.com/nr1PGH0ukT
— ICC (@ICC) May 26, 2021
