
আধুনিক ক্রিকেটে ‘দ্য ডিসিশন রিভিউ সিস্টেম’ (The Decision Review System) ওরফে ডিআরএস (DRS) নিঃসন্দেহে অন্যতম চর্চিত বিষয়। যেদিন থেকে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর নিয়ম জারি হয়েছে, সেদিন থেকে নানা ধরনের হাস্য মূলক রিভিউ নিতে দেখা গেছে বিভিন্ন ক্রিকেটারদের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নেওয়া রিভিউটি ক্রিকেট ইতিহাসের জঘন্যতম রিভিউ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বর্তমানে বাংলাদেশে জোড়া টেস্ট ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ভ্রমণে ব্যস্ত রয়েছে। এই সফরে বাংলাদেশ দুর্দান্ত ছন্দে রয়েছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ৩২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। যা বাংলাদেশের কাছে বিরাট লক্ষ্যমাত্রা হয়ে দাঁড়ায়। তবে মাহমুদুল হাসান জয়ের ব্যক্তিগত ৭৮ রানের ইনিংস, নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৬৪ এবং মমিনুল হক ব্যক্তিগত ৮৮ রানের ইনিংস খেলেন। তাছাড়া উইকেট-রক্ষক লিটন দাস ব্যক্তিগত ৮৬ রানের ইনিংস যুক্ত করেন দলের খাতায়। ফলশ্রুতিতে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে। চতুর্থ দিনে বাংলাদেশে সবকটি উইকেট হারিয়ে ৪৫৮ রান সংগ্রহ করে।
তবে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং-এর সময়। বাংলাদেশের পেস বোলার তাস্কিন আহমেদ বল করছিলেন রস টেলরকে (Ross Taylor)। তাসকিনের ফুলার ডেলিভারি টেলর ডিফেন্স করেন। তারপরেও সকলকে চমকে দিয়ে বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক (Mominul Haque) এলবিডব্লিউ-এর আবেদন জানান। মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে যে, তাসকিনের বল টেলরের প্যাড এবং পায়ের ধারেকাছেও ছিল না! উল্টে টেলর বলটি খেলেন তাঁর ব্যাটের নিচের অংশের একদম মধ্যভাগ দিয়ে। বাংলাদেশের এমন রিভিউতে অধিনায়কের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কোন ক্ষেত্রে রিভিউ নিতে হয় সে বিষয়ে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
WORST REVIEW EVER??!
Bangladesh lost their last remaining review when THIS was given ‘not out’ for LBW!
FOLLOW #NZvBAN LIVE:
👉 https://t.co/vIAFgN1IK7 👈 pic.twitter.com/f8CmxEKkpk— 🏏FlashScore Cricket Commentators (@FlashCric) January 4, 2022
