
টানা ব্যর্থতার পর অবশেষে খেলায় ফিরল বাংলাদেশি টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল গ্রুপ পর্যায়ে টানা পাঁচ ম্যাচ হেরে বিশ্বকাপের পর্ব থেকে বিদায় নেয় টাইগাররা। তারপর পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাটিতে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলা শুরু করেছে বাংলাদেশ। প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের লিড নিয়েছে বাংলাদেশি টাইগাররা।
সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে উইল ইয়ং এবং ডেভন কনওয়ের দুর্দান্ত জুটিতে ম্যাচের চালকের আসনে বসে পড়ে নিউজিল্যান্ড। যদিও ওপেনিং ব্যাটসম্যান টম লাথাম ব্যক্তিগত ১ রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে উইল ইয়ং-এর ৫২ এবং ডেভন কনওয়ের ১২২ রানের ইনিংস নিউজিল্যান্ডকে খেলায় ফিরিয়ে নিয়ে আসে। সাথে হেনরি নিকোলস ব্যক্তিগত ৭৫ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ৩২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। যা বাংলাদেশের কাছে বিরাট লক্ষ্যমাত্রা হয়ে দাঁড়ায়।
নিউজিল্যান্ডের দেওয়া ৩২৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে খুব তাড়াতাড়ি ওপেনিং ব্যাটসম্যান সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। তবে সেই স্রোতে গা ভাসাননী বাংলাদেশের পরবর্তী ব্যাটসম্যানরা। বরং কিউইদের বিপক্ষে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। দলের হয়ে মাহমুদুল হাসান জয় ব্যক্তিগত ৭৮ রানের ইনিংস খেলেন। নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৬৪ এবং মমিনুল হক ব্যক্তিগত ৮৮ রানের ইনিংস খেলেন। তাছাড়া উইকেট-রক্ষক লিটন দাস ব্যক্তিগত ৮৬ রানের ইনিংস যুক্ত করেন দলের খাতায়। ফলশ্রুতিতে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে। এর ফলে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের উপর ৭৩ রানের লিড দিয়ে বসে বাংলাদেশি টাইগাররা।
