
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে ইতিমধ্যে ক্রিকেটমহলে জোরদার উত্তেজনা। কুড়ি ওভারের লড়াইয়ে কোন দল বাজিমাত করবে সেই সমীক্ষা চালাতে ব্যস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা। চলতি মাসের ১৭ তারিখ থেকে সুদূর আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল মাটিতে গড়াতে চলেছে। আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রস্তুতি এখন তুঙ্গে। না না করে প্রায় প্রত্যেকটি দল পৌঁছে গেছে আরব আমিরাতে। সেখানে নির্ধারিত সময় আইসোলেশন পিরিয়ড অতিবাহিত করবে তারা। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে শুরু করবে অনুশীলন। ভারতীয় ক্রিকেট বোর্ড গত মাসে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে। বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলতে স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটার রয়েছেন আরব আমিরাতে।
কিন্তু এরই মধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড স্কোয়াডে থাকা একজন ক্রিকেটারকে সম্ভবত হারাতে চলেছে। বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি হাঁটুতে ব্যথা অনুভব করছেন। যে কারণে চিন্তায় রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৪ ওভার বল করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এমন অবস্থায় বিশ্বকাপের মতো আসরে ভারতীয় ক্রিকেট দল কিভাবে তাকে মাঠে নামাতে পারবে সেই নিয়ে চিন্তিত বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হতে গেলে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কিন্তু সেখানেও আরেক বিপত্তি। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান এমন একজন ধারাবাহিক বোলারকে ছাড়তে রাজি হবেন না।
তাহলে কি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণ চক্রবর্তীর স্থানে চতুর চাহাল যুক্ত হতে চলেছেন ভারতীয় স্কোয়াডে? এমন প্রশ্নের সোশ্যাল মিডিয়ায় কম্পিত। আইপিএলের দ্বিতীয় অংশে নিজের জাত চিনিয়েছেন চতুর স্পিনার চাহাল। প্রতিটি ম্যাচে সফলতম ওভার শেষ করছেন তিনি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী চলতি মাসের ১০ তারিখের মধ্যে যে কোন দেশ চাইলে তাদের স্কোয়াডে পরিবর্তন আনতে পারে। বরুণ চক্রবর্তীর বিকল্প হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড চতুর চাহালকে দলে অন্তর্ভুক্ত করবে? এখনো যথেষ্ট সময় রয়েছে ভারতীয় বোর্ডের হাতে। কারণ একজন ইনজুরি ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে নামতে নারাজ ভারতীয় ক্রিকেট দল। সে ক্ষেত্রে কি সবার আগে যুজবেন্দ্র চাহালের নাম এগিয়ে রয়েছে?
