
২০২০-র প্রথম দিকে করোনা প্রকোপ বাড়তে থাকায় বন্ধ হয়ে যায় সাধারণ জনজীবন। সেই সাথে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজসহ সমস্ত ধরনের পাবলিক সেক্টর গুলো। বাদ পড়েনি ভারতীয়দের প্রাণের খেলা ক্রিকেটও। প্রতি বছর ভারতে আন্তর্জাতিক খেলার পাশাপাশি ঘরোয়া লীগ যেমন- রঞ্জি ট্রফি, সৈয়দ মোস্তাক আলী ট্রফি, বিজয় হাজারে ট্রফির মত কিছু খেলা অনুষ্ঠিত হয়। করোনার প্রকোপে বন্ধ হয়ে যায় এসব আন্তর্জাতিক মানের ক্রিকেট লীগ গুলি। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় লীগ আইপিএল ও স্থান্তরিত করা হয় আরব আমিরশাহীতে(২০২০)। ২০২১ এ ভারতে আইপিএল শুরু হলেও একের পর এক প্লেয়ার করোনা আক্রান্ত হতে থাকায় মাঝপথেই আইপিএল বন্ধ করে দিতে হয় বিসিসিআইকে।
গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করে যে, করোনার প্রভাব কাটিয়ে এসব ঘরোয়া লিগ গুলি পুনরায় শুরু করা হবে। সেই সাথে প্রায় ২১২৭ রকম গেম ভিন্ন বয়সের ভিন্ন মানুষের জন্য শুরু করা হবে। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ এসব ঘরোয়া লীগ থেকে উঠে এসেছে ভারতের বড় বড় তারকা ক্রিকেটার। এমনকি ভারতীয় ক্রিকেট দলে যেসব খেলোয়াড়ের পারফরম্যান্স খারাপ হয়ে যায় তারাও এসব ঘরোয়া লীগে খেলে নিজেদেরকে পুনরায় প্রস্তুত করে। তাই বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ আপামর জনগণ। বলা যায় প্রায় দুই বছর পর স্টেডিয়ামে আবার বল গড়াতে চলেছে।
বিসিসিআই জানায়, ২০২১-২২ রঞ্জি ট্রফি অনুষ্ঠিত হবে নভেম্বরের ১৬ থেকে ফেব্রুয়ারি ১৯ তারিখের মধ্যে। এছাড়া সৈয়দ মোস্তাক আলী ট্রফি শুরু হবে চলতি বছরের অক্টোবরের ২০ তারিখে এবং যার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে নভেম্বরের ১২ তারিখে। এছাড়া বিজয় হাজারে ট্রফি অনুষ্ঠিত হবে ২০২২ এর ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে মার্চের ২৬ তারিখের মধ্যে। বিসিসিআইয়ের সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিসিসিআই জানায়, সমস্ত প্রটোকল মেনেই তারা এই খেলা গুলো শুরু করতে চায়। শনিবারের প্রেস কনফারেন্সে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক ক্রিকেটারও।
