
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর (FTP- cycle) নিয়ম অনুযায়ী ক্রিকেটের বিভিন্ন ইভেন্ট বিভিন্ন দেশে আয়োজন করা হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরে পরবর্তী ৮ বছরের জন্য কোন দেশ কি খেলার আয়োজন করতে চায় তার জন্য আবেদনপত্র জমা নিল ICC. উল্লেখ্য যে, ২০২১ এ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হোস্টার ছিল ভারত। কিন্তু করোনা মহামারী আকার ধারণ করায় পুরো ইভেন্ট টি ইউএই(UAE) তে স্থান্তরিত করা হয়। যদিও তারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ।
ভারত পরবর্তী ৮ বছরে ১টি ওয়ানডে বিশ্বকাপ, ১টি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ১টি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর কাছে। ২০৩১ সালের মধ্যে ২টি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, ৪টি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ও ২টি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফির এডিসন অনুষ্ঠিত হবে। খেলার আয়োজন হিসেবে অনুমতি চেয়ে আবেদন করেছেন আরো ১৭টি দেশ। এখন দেখার বিষয় ICC কাকে অনুমতি দেবে কোন খেলা আয়োজন করার জন্য।
আবেদনপত্র জমা দেওয়ার মধ্যে বাকি ১৬ টি দেশ হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, ওমান, স্কটল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, ইউএই(UAE) এবং জিম্বাবুয়ে। ভারতীয় ক্রিকেট কাউন্সিল (BCCI) খুবই আশাবাদী তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) এর কাছ থেকে প্রত্যেক বিভাগে অন্তত একটি করে ওয়ার্ল্ড কাপে আয়োজন করার অনুমতি পাবে। এখন দেখার বিষয় ICC কোন দেশকে কোন ফরম্যাটের খেলা পরিচালনার দায়িত্ব দেয়।
