
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কোভিড-১৯-এর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সহায়তা করার জন্য ১০ লিটার ক্ষমতা সম্পন্ন ২০০০ টি অক্সিজেন কনসেনট্রেটার দান করার সিদ্ধান্ত নিয়েছে। মহামারীর চলমান দ্বিতীয় ঢেউয়ে ভারত বিধ্বস্ত। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। ভারতের চিকিৎসা কাঠামোর উপর মারাত্মকভাবে অতিরিক্ত বোঝা তৈরী হয়েছে। সারা দেশে অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটার, বিছানা এবং গুরুত্বপূর্ণ ওষুধের অভাব দেখা দিয়েছে। এই খারাপ সময়ে একে অপরকে সাহায্য করার জন্য মানুষজন সোশ্যাল মিডিয়ায় একত্রিত হয়েছে। এদিকে বিসিসিআই ঘোষণা করেছে, যে রাজ্যগুলিতে সরঞ্জামের অভাব রয়েছে সেখানে বিসিসিআই অক্সিজেন কনসেনট্রেটার সরবরাহ করবে।
অক্সিজেন কনসেনট্রেটার দান করার জন্য বিসিসিআইয়ের সিদ্ধান্ত ঘোষণা করার সময় শাহ সবাইকে টিকা দেওয়ার আহ্বান জানান। “ভাইরাসের বিরুদ্ধে এই সম্মিলিত লড়াইয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবিলা করবো। বিসিসিআই এই সংকটের সময়ে চিকিৎসা সরঞ্জামের মরিয়া প্রয়োজনীয়তা বোঝে এবং আশা করে যে এই প্রচেষ্টা সারা দেশে তৈরি হওয়া চাহিদা কিছুটা হ্রাস করতে সহায়তা করবে। আমরা সবাই অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি। আমি টিকা নেওয়ার জন্য প্রত্যেককে অনুরোধ করছি” বলেন বিসিসিআই সচিব জয় শাহ।
গত বছর, যখন মহামারীটি প্রথম দেশজুড়ে তার উপস্থিতি জানান দিয়েছিলো, তখন বিসিসিআই মহামারীর বিরুদ্ধে যুদ্ধে দেশকে সহায়তা করার জন্য পিএম কেয়ারস তহবিলে ৫১ কোটি টাকা দান করেছিল। বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারও এই বিপর্যয়মূলক সময়ে উদার অনুদান দিতে এগিয়ে এসেছেন।ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা সম্প্রতি তাদের কোভিড -১৯ তহবিল সংগ্রহকারীকে ২ কোটি টাকা দান করেছিলেন যা মাত্র এক সপ্তাহের মধ্যে ১১ কোটি টাকারও বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। শচীন তেন্ডুলকর, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, পান্ডিয়া ভাই, এবং অজিঙ্ক রাহানের মতো সবাই এই ভাইরাসের বিরুদ্ধে দেশের লড়াইয়ে দেশবাসীর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন।
