Connect with us

Cricket News

অসাধারণ ফিল্ডিং হ্যাজেলউডের, চমকে দিলেন সবাইকে

Advertisement

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি পর্যায়ে চলে এসেছে তা বলাই যায়। ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই সমানে সমানে টক্কর দিয়ে চলেছে। ব্যাট ও বলের অসাধারণ লড়াই তো চলছেই, আর তার সাথে বাড়তি পাওনা হিসেবে হাজির হয়েছে অসাধারণ ফিল্ডিং। এমন ফিল্ডিংয়ের নজির দেখে অভিভূত মাঠে উপস্থিত স্বল্পসংখ্যক দর্শকরা। যে দল ভালো ফিল্ডিং করবে, ম্যাচ জেতার সম্ভাবনা ততটাই বেশি, এমনই ধারণা করা হয়।

আর সেই ধারণা নিয়েই গত দুই দিন ধরে দুরন্ত ফিল্ডিংয়ের নজির দেখিয়েছেন দুই দলের ক্রিকেটাররাই। কিন্তু তৃতীয় দিনে যা অসাধারণ ফিল্ডিং দেখালেন দীর্ঘকায় পেসার জস হেজলউড, তা সত্যিই অসাধারণ। বড় চেহারা নিয়েও যেভাবে ডাইভ মেরে দুর্দান্ত ডাইরেক্ট হিটে রান আউট করেন অফ ফর্মে থাকা হনুমা বিহারীকে, তা সত্যিই অসাধারণ।

ইনিংসের ৬৭ তম ওভারে বল করতে এসেছিলেন অস্ট্রেলিয়ার তারকা অফ স্পিনার নাথান লিও। দ্বিতীয় বলে কিছুটা ফুল লেংথ বল করেন হনুমা বিহারির উদ্দেশ্যে, এগিয়ে এসে সেই ডেলিভারিকে মিড অফের দিকে মারেন বিহারি। সেই অবস্থাতেই রান নেওয়ার সিদ্ধান্ত নেন। এমন সময় মিড অফ থেকে দৌড়ে এসে জশ হ্যাজেলউড নিজের শরীরকে ডানদিকে ঝাঁপিয়ে দেন, বলটিকে ধরেন এবং নন স্ট্রাইকার এন্ডে বলটিকে ছুঁড়ে মারেন, আর তা সরাসরি গিয়ে লাগে উইকেটে। তারকা এই পেসারের এমন প্রয়াস দেখে উচ্ছ্বসিত হন অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররা। আর এই দুরন্ত রান আউটের ফলে আবারও খারাপ ফর্ম অব্যাহত রাখলেন বিহারি। ৩৮ বল খেলে মাত্র ৪ রান করেন তিনি।

Advertisement

#Trending

More in Cricket News