Connect with us

Cricket News

দুর্দান্ত ডাইভ দিয়ে বুমরার ক্যাচ ধরলেন স্টোকস, ২০২১ এর সেরা ক্যাচের দাবীদার হলেন তিনি, দেখুন ভিডিও

  • by

Advertisement

ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ চতুর্থ দিনে গড়িয়েছে। প্রথম ইনিংসে ৫৭৮ রানের টার্গেট রেখেছিল ইংল্যান্ড যেখানে ৩৩৭ রানে অলআউট হয় ভারতীয় দল।আন্ডারসনের বলে স্টোকসের হাতে ক্যাছ দিয়ে প্যাভিলিয়নে ফিরত যান বুমরা। ভারতীয় দলের হয়ে ওয়াশিংটন সুন্দর, পন্থ আর পুজারার কাছ থেকে ভালো ব্যাটিং দেখতে পাওয়া গিয়েছে। পন্থ ৯১ রানে গিয়ে আউট হয়ে যান এবং তাঁর প্রত্যাশিত সেঞ্চুরিটি মিস করেন। যাইহোক এই ম্যাচের শেষ দিকে স্টোকস একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দেন সকলকে।

ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে একটি চাঞ্চল্যকর ক্যাচ নেন এবং প্রথম ইনিংসে ভারতের চূড়ান্ত উইকেট পতন হয়। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর অফ স্টাম্পের আশেপাশে ডেলিভারি করেন। বুমরাহ বল উপর ব্যাটের কিনারা লেগে স্টোকসের ডান দিকে চলে যায়। স্টোকস তার ডান দিকে ডাইভ দেন এবং তার ডান হাত দিয়ে একটি অসম্ভব নিচু ক্যাচ ধরেন । ইংল্যান্ডের ক্রিকেটাররা স্টোকসের এই প্রচেষ্টায় স্তম্ভিত হয়ে যান।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের মোট ৫৭৮ রানের জবাবে ভারত ২৪১ রানে পিছিয়ে ছিল,কিন্তু ইংলান্ড দল ফলো-অন বলবৎ না করার সিদ্ধান্ত নেয়। চেন্নাই টেস্টে জয় পেতে হলে ভারতকে গড়তে হবে নতুন রেকর্ড। কারন জয়ের জন্য ভারতীয় দলের সামনে ৪২০ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইংল্যান্ড। এই রান তারা করা মোটেই সহজ হবে না বিরাটদের জন্য। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেছে ভারত। আশ্বিন ৬ টি, নাদিম ২ টি, ইশান্ত ও বুমরা ১ টি করে উইকেট নিয়েছেন এবং ১৭৮ রানে অল আউট হয়ে জাই ইংল্যান্ড দল।

Advertisement

#Trending

More in Cricket News