
১৭৪ রানের বিশাল ব্যবধানে আয়ারল্যান্ডকে পরাজিত করার পরেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যাত্রা কার্যত শেষ হতে চলেছিল ভারতের। পরপর দুটি ম্যাচে জয় লাভ করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। তবে বিশ্বকাপ যাত্রার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেছে মহামারী করোনা। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক সহ মোট ৬ জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে দল ছাড়া হয়েছেন। বর্তমানে ভারতীয় দলে সুস্থ ক্রিকেটারের সংখ্যা মাত্র ১১জন। অর্থাৎ ভারতের হাতে আর একটিও বিকল্প নেই। আর সেই কারণে বিশ্বকাপ যাত্রা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে ভারতের। আর তাই ব্যাকআপ ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে হঠাৎ সুযোগ পেয়েছেন বাংলার ছেলে। চন্দননগরের পোড়েল পরিবারে খুশির হাওয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে (U-19 World Cup 2022) ডাক পেলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (Abhishek Porel)।
সূত্রের খবর, ভারতীয় শিবিরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ভারতীয় দলের অধিনায়ক যশ ধুল এবং সহ-অধিনায়ক এসকে রশিদ সহ দলের ৬ সদস্য করোনা আক্রান্ত হয়ে দল ছাড়া হয়েছেন। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যেকটি দল সর্বোচ্চ ১৭ জন ক্রিকেটার শিবিরের রাখার অনুমতি পেয়েছে। ইতিমধ্যে ভারতীয় শিবির থেকে ৬ ক্রিকেটার আইসোলেশনে পৌঁছেছে। অর্থাৎ দলের প্রধান সদস্য ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারতীয় দল। দলের অধিনায়ক করোনা আক্রান্ত হয়ে পড়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন নিশান্ত সিন্ধু।
ভারতীয় অধিনায়ক যশ ঝুল এবং সহ-অধিনায়ক রশিদ ছাড়াও মানব পারেখ, সিদ্ধার্থ যাদব, আরাধ্যা যাদব এবং ভাসু ভাতস বিচ্ছিন্ন। পরিস্থিতি এতটাই খারাপ যে খেলোয়াড়দের ড্রিংক দিতে কোচদের মাঠে পাঠাতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। এই প্রসঙ্গে ভারতীয় শিবিরের তরফ থেকে জানানো হয়েছে, “কিছু খেলোয়াড়কে করোনায় আক্রান্ত পাওয়া গেছে এবং কয়েকজন তাদের সংস্পর্শে এসেছেন। খেলোয়াড়দের সতর্কতা হিসেবে আইসোলেশন করা হয়েছে।
আমাদের খেলোয়াড়রা টিম ম্যানেজমেন্টের সহায়তায় আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে। দল যেকোনো বড় ঝুঁকি এড়াতে চায়। আর তার জন্যই করোনা আক্রান্ত ক্রিকেটারদের সংস্পর্শে আসা বাকি ক্রিকেটারদেরও দলের বাইরে আইসোলেশনে রাখা হয়েছে।” বর্তমানে করোনা আক্রান্ত ওই ৬ সদস্যের বিকল্প হিসেবে নতুন করে ক্রিকেটার পাঠাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই তালিকায় উঠে এসেছে বাংলার ছেলে অভিষেকের নাম।
