
দীর্ঘ টানাহেঁচড়ার পর অবশেষে বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচে সিলমোহর পরল। মোহালিতে শ্রীলংকার বিরুদ্ধে শততম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে চলেছেন ভারতীয় রান মেশিন বিরাট কোহলি। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের ক্যারিয়ারের ৯৯তম টেস্ট ম্যাচ খেলে দেশে ফিরতে হয় তাকে। শ্রীলংকার বিরুদ্ধেও একাধিক টালবাহানার পর অবশেষে শততম টেস্ট ম্যাচের সিলমোহর মারলো ভারতীয় ক্রিকেট বোর্ড।
চলতি মাসের ৪ তারিখে মোহালি স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলবেন বিরাট কোহলি। বিরাট কোহলির শততম টেস্টে দর্শকহীন গ্যালারীতে নয়, বরং দর্শকের কলরবে হতে চলেছে। মোহালীতে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে পুরো সমর্থক নিয়ে নয়, পঞ্চাশ শতাংশ সমর্থক নিয়েই গবে মোহালী টেস্ট। আর তাতেই খানিকটা হলেও স্বস্তিতে বিরাট কোহলি ভক্তরা। মাঠে বসেই বিরাট কোহলির শততম টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন তারা।
শ্রীলংকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দর্শকশূন্য স্টেডিয়ামে শততম টেস্ট ম্যাচ খেলবেন বিরাট কোহলি। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের এমন সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন বিরাটের ভক্তরা। প্রিয় ব্যাটসম্যান বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ কেন দর্শকপূন্য স্টেডিয়ামে নয় সে বিষয়ে সোচ্চার হয়েছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের একাংশ। অবশেষে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে। সবদিক বিবেচনা করে গ্যালারিতে ধারণক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করতে চলেছে মোহালি স্টেডিয়াম কর্তৃপক্ষ।
