Connect with us

Cricket News

১৫ তারিখ শুরু ব্রিসবেন টেস্ট, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

Advertisement

আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনের গাব্বায় শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ। ৪ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল ১-১। শেষ টেস্ট জিতে সিরিজ জেতাকেই পাখির চোখ করছে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া দুই দলই। তবে ব্রিসবেন টেস্টে নামার আগে ভারত চাপে রয়েছে চোট সমস্যার জন্য।

একের পর এক চোট আঘাতে বিধ্বস্ত ভারতীয় দল। অশ্বিন, জাদেজা, বুমরাহ, বিহারী এই চারজন সিডনি টেস্টের পরে চোটের তালিকায় নাম লিখিয়েছেন। জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়া-কে বলেছেন, ‘অশ্বিনের অবস্থা খুব খারাপ। না খেলার সম্ভবনা ৪০-৬০। ও যদি না নামতে পারে তাহলে চার পেসারে প্রথম একাদশ সাজানো হবে- মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি এবং টি নটরাজনকে নিয়ে। আর যদি অশ্বিন খেলে তখনও সুন্দরকে নেওয়া হতে পারে একজন পেসারকে কমিয়ে। কারণ ও ব্যাট করতে পারে এবং বোলিং বিভাগেও অপশন বাড়ানো যাবে। কুলদীপকে ভাবা হচ্ছে না। কারণ ও ব্যাটটা পারে না। আর গব্বায় রান করাই আসল চাবিকাঠি।”

সিডনি টেস্টে খেলার সময়েই পিঠের পেশিতে চোট পান অশ্বিন। যদি ও খেলার মত অবস্থাতেও থাকে, অশ্বিনকে সম্ভবত রেস্ট দেওয়া হবে। কারণ পুরো পাঁচদিন কতটা ওয়ার্কলোড নিতে পারবেন তিনি তা নিয়ে কিছুটা চিন্তিত ম্যানেজমেন্ট। সেই কর্তা বলেছেন, “ব্যাক স্প্যাসম নিয়েই ২০ ওভার বল করেছে। তারপর দুটো সেশন ব্যাটিং করেছে। এটা মোটেই সহজ কাজ নয়। ঘটনা যাই হোক, সুন্দরই একদম সঠিক পরিবর্ত।”

জানা গিয়েছে দলের একনম্বর পেসার জসপ্রীত বুমরাহ ৫০ শতাংশ ফিট। সামনেই ইংল্যান্ড সিরিজ। তাই বুমরাহকে নিয়ে কোনোভাবেই রিস্ক নিতে চায় না টিম। শার্দুল, নটরাজনকে ধরেই চার পেসারে দল নামানোর চিন্তা শুরু হয়ে গিয়েছে।

এর আগে শার্দুল ঠাকুর জাতীয় দলের হয়ে মাত্র ১টি টেস্ট খেলেছেন। মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে শার্দুলের অভিজ্ঞতা অনেকটাই বেশি। পিচ থেকে বাউন্স আদায় করা, এবং চমত্‍কার সিম মুভমেন্টে দক্ষ। তাই গব্বায় ফ্যাক্টর হয়ে যেতে পারেন তিনি। এমনটাই মনে করছে টিম। এছাড়া প্রয়োজনে ব্যাটও করতে পারেন তিনি।

শুধু বোলিং নয়। ব্যাটিংয়ে মিডল অর্ডারও সাজাতে হবে। জানা গিয়েছে, বিহারী চোট পাওয়ার পর প্রাথমিকভাবে মায়াঙ্ক আগারওয়ালকে ভাবা হয়েছিল পরিবর্ত হিসাবে। তবে মায়াঙ্কও আবার নাকি হালকা চোট পেয়েছেন অনুশীলনের সময়। আপাতত তাকে  পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি মায়াঙ্ক নামতে না পারেন তাহলে পৃথ্বী শ খেলবেন। বাকি ব্যাটিং অর্ডার মূলত অপরিবর্তিত থাকছে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে, ঋষভ পন্থ, মায়াঙ্ক আগারওয়াল/পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন/ ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, এবং টি নটরাজন (যদি অশ্বিন খেলতে না পারেন)

Advertisement

#Trending

More in Cricket News