
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রবিবার জানিয়েছে, 2021 এশিয়া কাপ 2023 সালে অনুষ্ঠিত হবে যা এ বছরের জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোভিড-১৯ মহামারীর কারণে এই প্রতিযোগিতা স্থগিত করা হয়। এসিসি বলেছে যে “টুর্নামেন্টে যোগদান করা দলগুলির ক্রিকেট ক্যালেন্ডারে ভরা কর্মসূচী থাকার কারণে টুর্নামেন্টটি আগে অনুষ্ঠিত করা সম্ভব হবে না। ২০২২ সালে ইতিমধ্যে এশিয়া কাপ রয়েছে। এর তারিখ যথাসময়ে নিশ্চিত করা হবে।”
টুর্নামেন্টটি মূলত পাকিস্তান দ্বারা আয়োজিত হওয়ার কথা ছিল কিন্তু ভারত ভ্রমণে অনিচ্ছুক হওয়ার ফলে অনুষ্ঠানটি শ্রীলঙ্কায় স্থানান্তরিত হয়, যেখানে এটি সেপ্টেম্বর ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০২২ সালের এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। অন্যদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ২০২৩ সালের এশিয়া কাপ শ্রীলঙ্কাই আয়োজন করবে।
এশিয়া কাপ বাতিল হলেও জানা গেছে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ আয়োজিত হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারতের টিম বি। ভারতের মতোই শ্রীলঙ্কাতেও কোভিডের গ্রাফ উর্ধগ্রামী। শ্রীলঙ্কা দল বর্তমানে বাংলাদেশে থাকলেও আগামী ১০ দিন সব আন্তর্জাতিক উড়ান বন্ধ রেখেছে শ্রীলঙ্কা সরকার।
