Connect with us

Cricket News

Sourav Ganguly: আইসিসি ট্রফি নেই বলেই কি অধিনায়কের পরিবর্তন? স্পষ্ট ভাবে জানালেন সৌরভ গাঙ্গুলী

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটের পর এবার ওডিআই ক্রিকেটে পরিবর্তন করা হল অধিনায়ক। বিরাট কোহলির পরে ভারতীয় দলের দায়িত্ব পেলেন রোহিত শর্মা। চলতি মাসের ৮ তারিখে বিষয়টি সরকারিভাবে ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তারপরে বিসিসিআইয়ের এই নির্ণয়ে গোটা দেশ দুই ভাগে বিভক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উঠেছে একাধিক স্লোগান। ক্রিকেটপ্রেমীদের একভাগ বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্য ভাগ এক হাতে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তাদের মন্তব্য, একদিনের ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে সফল বিরাট কোহলি। তাই শুধুমাত্র আইসিসি ট্রফির জন্য তাকে অধিনায়কত্ব থেকে বঞ্চিত করা উচিত হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের।

সোশ্যাল মিডিয়ায় আজকাল এই বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কেন বিরাট কোহলির বদলে রোহিত শর্মাকে একদিনের ক্রিকেটে দায়িত্ব দেওয়া হলো এই প্রশ্ন তুলেছেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মাও। কিন্তু এত সব প্রশ্নের মুখে একটুও দমে যাওয়ার পাত্র নন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি স্পষ্ট ভাষায় উত্তর দিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার জন্য বিরাট কোহলিকে বারবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি সেই অনুরোধ রাখেননি। দল নির্বাচকরা সাদা বলে দুজন অধিনায়ক রাখতে নারাজ। তাই রোহিত শর্মার উপর ভরসা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তিনি আরো যুক্ত করেছেন, দীর্ঘদিন ধরে বিরাট কোহলি ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করছেন। কিন্তু এখনো পর্যন্ত একটি আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেননি তিনি। অন্যদিকে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এশিয়াকাপ ছাড়াও নিদাহাস ট্রফি ঘরে তুলেছেন। তাছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে ওর সাফল্য নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বর্তমানে ভারতীয় দলে দুর্দান্ত সব ক্রিকেটার রয়েছেন। আমি আশা করি রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে ভাল কিছু করবে। হয়তো খুব শিগ্রই আমরা বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারব, এমনটাই মনে করছেন সৌরভ গাঙ্গুলী সহ ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা।

Advertisement

#Trending

More in Cricket News