
সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে গেছে ভারতীয় দল। তবে দক্ষিণ আফ্রিকা সফরের যাওয়ার পূর্বের সময়কাল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্য মোটেও সুখকর হয়নি। একাধিক প্রশ্নে বিদ্ধ হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এমনকি বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে। সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে একাধিক বার আঙুল তুলেছেন তিনি। এমনকি দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সময় ফটোগ্রাফারদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
এমন অবস্থায় দলের মধ্যে আশানুরূপ মিল নাও থাকতে পারে বলে মনে করছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। খেলার মাঠে প্লেইং ইলেভেনের মধ্যে যদি আন্তরিকতা এবং বিশ্বাস না থাকে সে ক্ষেত্রে যতই শক্তিশালী দল হোক না কেন জয় কোনোভাবেই সম্ভব নয়। আর এই বিষয়টি নিয়েই দুশ্চিন্তায় ছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কারণ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সাথে রয়েছে তিনটি ওডিআই ম্যাচ। তাই ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন ছিল।
ভারতীয় ক্রিকেট বোর্ড এমনই এক সুখকর ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। যাকে নিয়ে বর্তমানে ভারতীয় ক্রিকেট উত্তপ্ত সেই বিরাট কোহলি বাকি সতীর্থদের সাথে আনন্দে মেতে উঠেছেন বিমানের ভেতর। ইশান্ত শর্মাকে আনন্দ করে খোঁচা দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে সবই ছিল মজার ছলে। কোহলি মজা করে বলছেন, এই স্যুটকেসটি নিয়ে ইশান্ত বিশ্বের সব প্রান্তে পৌঁছে যেতে পারেন। যা শুনে ইশান্তের অনুরোধ, “সাত সকালে এসব মজা কোরো না।” আসলে ইশান্ত শর্মা একটি সুটকেস নিয়ে বসেছিলেন। তাই বিরাট কোহলি তার সাথে মজা করছিলেন। বিমানের ভেতর খোশমেজাজে দেখা গিয়েছে রাহুল দ্রাবিড় সহ ভারতীয় দলের বাকি সদস্যদের। বিমান থেকে নেমে নাচতে শুরু করেছিলেন শ্রেয়াস আইয়ার। যাতে বোঝা গেছে ভারতীয় দলের মধ্যে একতা এখনো বিরাজ করছে।
From Mumbai to Jo'Burg! 👍 👍
Capturing #TeamIndia's journey to South Africa 🇮🇳 ✈️ 🇿🇦 – By @28anand
Watch the full video 🎥 🔽 #SAvINDhttps://t.co/dJ4eTuyCz5 pic.twitter.com/F0qCR0DvoF
— BCCI (@BCCI) December 17, 2021
