Connect with us

Cricket News

ভারতীয় দলে প্রথম একাদশে একাধিক কাটছাঁট, খেলছেন না এইসব তারকা ক্রিকেটাররা

Advertisement

প্রায় ১৫ মাস পর, ভারতীয় ক্রিকেট দল অবশেষে একটি হোম টেস্ট ম্যাচ খেলবে। ভারতীয় স্কোয়াডে অভাবনীয় পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছিল আকসার প্যাটেল এইবার ভারতীয় দলে থাকছেন কিন্তু আকসার প্যাটেল কে স্থলাভিষিক্ত করে স্পিনার শাহবাজ নাদিম নিজের জায়গা করে নিলেন প্রথম একাদশে।

চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে ভারতীয় দল স্পিনারদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে। শার্দুল ঠাকুর এবং মোহাম্মদ সিরাজ জায়গা পেলেন না প্রথম একাদশে। চোট সারিয়ে প্রথমবারের মতো ভারতের টেস্ট খেলতে নামছে জস্পৃত বুমরা এবং তাকে সঙ্গ দেবেন ইশান শর্মা।

গতকালই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ঋদ্ধিমান সাহার জায়গায় রিশভ পন্থকে খেলানোর কথা নিশ্চিত করেছিলেন। অন্যদিকে কুলদীপের অপেক্ষার সময় বাড়ল। বোলিং স্কোয়াডে আশ্বিনের সঙ্গী হিসেবে থাকছেন ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ নাদিম। দলে তিন জন স্পিনার খেলায় স্বাভাবিকভাবেই হার্দিক পান্ডিয়াকে মাঠের বাইরে থাকতে হল।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য ভারতকে এই সিরিজ ২-০ জিতলেই হবে অন্যদিকে ইংল্যান্ডের পক্ষে এই সিরিজ জেতা অনেক শক্ত হবে এমনটাই মনে করা হচ্ছে।

ভারতের প্রথম একাদশ:

শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা।

ইংল্যান্ডের প্রথম একাদশ:

ডম সিবলে, রোরি বার্নস, ড্যান লরেন্স, জো রুট(অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, জোস বাটলার, ডম বেস, জোফ্রা আর্চার, জ্যাক লিচ এবং জেমস আন্ডারসন।

Advertisement

#Trending

More in Cricket News