
আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। আজ সকালে বাড়িতে জিম করছিলেন তিনি। তখনিই হটাৎ মাথা ঘুরে পরে যান তিনি। এরপর উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় দাদাকে।
যদিও ঠিক কী কারণে এভাবে অসুস্থ হয়ে পড়লেন সৌরভ, সে বিষয়ে চিকিত্সকদের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর বলেই জানা গিয়েছে।
এই ঘটনার পর বছরের শুরুতেই উদ্বিগ্ন দাদার পরিবার থেকে শুরু করে তার ভক্তরা। জানা গেছে তার করোনা পরীক্ষাও করা হবে। সকলে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
