
দল পাননি আইপিএলে। বহুদিন ধরে জাতীয় দলের দরজাও বন্ধ হয়ে রয়েছে ভারতের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পুজারার জন্য। বর্তমানে গোটা দেশ মত্ত আইপিএলে। আন্তর্জাতিক ক্রিকেটের আসর প্রায় সবই বন্ধ। পৃথিবীর তাবড় তাবড় ক্রিকেটাররা এখন সময় কাটাচ্ছেন ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে। তাই বিশ্ব ক্রিকেট এখন স্তব্ধ। এমন পরিস্থিতিতে নিজেকে গুছিয়ে নিতে জোর পরিকল্পনা করেন চেতেশ্বর পুজারা। খেলার সিদ্ধান্ত নেন কাউন্টি। যোগ দেন সাসেক্সে। যদিও চেতেশ্বরের কাউন্টি অভিযানের শুরুটা মনে রাখার মতো হল না। নিজের প্রথম ইনিংসে ব্যাট হাতে ডাহা ফেল করলেন পূজারা।
একই দলের হয়ে খেলছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। দলের জন্য তার সামান্য যোগদান থাকলেও মান রাখতে পারলেন না চেতেশ্বর পুজারা। চেতেশ্বর পূজারা ১৫ বলে ৬ রান করে আউট হন। অনূজ দালের বলে উইকেটকিপার গেস্টের দস্তানায় ধরা পড়েন তিনি। কোনও বাউন্ডারি মারতে পারেননি চেতেশ্বর। অন্যদিকে পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিজওয়ান ৩টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন।
ডার্বিশায়ার তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৫০৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স তাদের প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে অল-আউট হয়ে যায়। বলতে গেলে ডার্বিশায়ার দেওয়া বিশাল রানের নিচে চাপা পড়ে যায় সাসেক্স। পাক তারকা শান মাসুদের ডাবল সেঞ্চুরি (২৩৯) ও ওয়েনি ম্যাডসেনের শতরানের (১১১) ইনিংসের সুবাদে ডার্বিশায়ার প্রথম ইনিংসে বিশাল রানের পাহাড় গড়ে তোলে। এদিকে সাসেক্সের হয়ে সব থেকে বেশি ৪১ রান করেন টম হেইন্স। অলিভার কার্টার করেন ২১ রান।
