
আইপিএলে ৩৫০টি ছক্কার মালিক হলেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস সোমবার আইপিএল ২০২১-এ তাদের অভিযান ওয়াংখেড়ে স্টেডিয়ামে (মুম্বাই) শুরু করে। সেখানে ২৮ বলে ৪০ রান করেন এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। ৪টি চার এবং ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস নজর কারে সকলের।
আইপিএলে সব মিলিয়ে মোট ১৩৩টি ম্যাচ খেলেছেন গেইল। তাঁর ঝুলিতে রয়েছে ৪৮১২ রান, মেরেছেন ৩৫১টি ছক্কা। ৬টি শতরান রয়েছে তাঁর নামের পাশে। গেইলের পর সবথেকে বেশি ছয় মারার রেকর্ড করেছেন এবি ডিভিলিয়ার্স। তিনি মেরেছেন ২৩৭টি ছক্কা। আর ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ছয় রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির নামে। ২০৫টি ম্যাচে তিনি ২১৬টি ছয় মেরেছেন।
সোমবার ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ২২১ রান করে পাঞ্জাব কিংস। অধিনায়ক কেএল রাহুল রানের ঝড় তোলেন। ৫০ বলে তিনি ৯১ রান করেন। ৩নম্বরে ব্যাটিংয়ে নামেন গেইল। ২৮ বলে ৪০ রানের দ্রুত নক খেলেন তিনি। দীপক হুডা মাত্র ২৮ বলে ৬৪ রানের নজরকারা ইনিংস খেলেন।
