Connect with us

Cricket News

Chris Morris: সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে বেছে নিলেন ক্রিস মরিস, তালিকায় রয়েছে ৫ ভারতীয়

Advertisement

দক্ষিণ আফ্রিকার স্পিড স্টার ক্রিস মরিস তাঁর জীবনের দেখা সেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিয়েছেন। তার একাদশে জায়গা পেয়েছেন ৫ ভারতীয় ক্রিকেটার সহ তিনজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। পাকিস্তানে তাবড় তাবড় ক্রিকেটার থাকলেও ক্রিস মরিসের একাদশে সুযোগ পাননি কেউই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ক্রিস মরিসের অধিনায়ক নির্বাচন। ভাবতে অবাক লাগলেও ক্রিস মরিসের মতে সর্বকালের সেরা অধিনায়ক হলেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। তিনি মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে একাদশ বেঁচেছেন।

ক্রিস মরিস ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন ভারতের হিটম্যান রোহিত শর্মা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দানব ক্রিস গেইল। তৃতীয় স্থানে তিনি রেখেছেন মিস্টার ৩৬০⁰কে। এবি ডি ভিলিয়ার্স যে কত বড় মাপের ক্রিকেটার তা বিচক্ষণ করতে কোন প্রকার অসুবিধা হয়নি ক্রিস মরিসের। চতুর্থ স্থানে তিনি সুযোগ দিয়েছেন রান মেশিন বিরাট কোহলিকে।

পঞ্চম স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। উইকেট রক্ষকের সাথে সাথে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ক্রিস মরিস দুই অলরাউন্ডারকে রেখেছেন তার একাদশে। কায়রন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়া থাকবেন তার পছন্দের একাদশে। স্পিনার হিসেবে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে। পেস বলের ক্ষেত্রে অবশ্য ক্রিস মরিস পছন্দ করেছেন জসপ্রীত বুমরাহ, ব্রেট লি এবং লাসিথ মালিঙ্গাকে।

একনজরে ক্রিস মরিসের পছন্দের টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, কাইরন পোলার্ড, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, সুনীল নারিন, জসপ্রিত বুমরাহ, ব্রেট লি এবং লাসিথ মালিঙ্গা।

Advertisement

#Trending

More in Cricket News