
কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে জয়লাভের পর গতকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ইতিপূর্বে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার নিউজিল্যান্ডকে পরাজিত করে সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধান বাড়িয়ে নিয়েছে টাইগাররা। গতকাল থেকে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচের বল মাটিতে গড়িয়েছে। তবে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের অবস্থা নাজেহাল হয়ে পড়েছে কিউই বোলারদের সামনে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক। তবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের পরাজয়ের জন্য যথেষ্ট ছিল।
প্রথমে ব্যাটিং করতে নেমে টম লাথাম এবং উইল ইয়ং বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। উইল ইয়ং ব্যক্তিগত ৫৪ রানে সাজঘরে ফিরলেও টম লাথাম এর সাথে জুটি বেঁধে বিধ্বংসী ইন খেলেন ডেভন কনওয়ে। টম লাথাম ৩৭৩ বলে অনবদ্য ২৫২ রানের ইনিংস খেলেন। ডেভন কনওয়ে দলের খাতায় যুক্ত করেন ১০৩ রানের ইনিংস। প্রথম দিনের ব্যাটিং শেষে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ৫২১ রানে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে।
রানের চাপে বাংলাদেশি টাইগাররা দিশেহারা হয়ে পড়েন। এক এক করে সাজঘরে ফিরতে থাকেন তারা। সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন অধিনায়ক মমিনুল হক এবং উইকেট-রক্ষক লিটন দাস। তবে অধিনায়ক স্বয়ং ‘গোল্ডেন ডাক’ পেয়ে প্যাভিলিয়নে ফেরেন। ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বলে ইনিংসের শুরুতে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশি টাইগাররা। মাত্র ৩৫ রানে মূল্যবান ৫ উইকেট হারিয়ে দিকশুন্য হয়ে পড়েছে বাংলাদেশী ব্যাটসম্যানরা। দলের হয়ে ট্রেন্ট বোল্ট একাই তুলে নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের সামনে এখনো ৪৭৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা!
