
বিশ্বকাপজয়ী দলের সদস্য যশপাল শর্মা আজ হৃদরোগের আক্রান্ত হয়ে পরলোকে গমন করেছেন। পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ হূদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। ১৯৭৮ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় যশপাল শর্মার।
পাকিস্তানের বিরুদ্ধে শিয়ালকোটে প্রথম টেস্ট ম্যাচ খেলেন তিনি। যদিও ম্যাচটিতে ভারত পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হয়। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন যশপাল শর্মা। দলের হয়ে পালন করেছিলেন উল্লেখযোগ্য ভূমিকা। ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ব্যক্তিগত ১১ রান করেন। ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে। যশপাল শর্মা তার জীবনের শেষ ম্যাচ খেলেছিলেন ১৯৮৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
ভারতীয় বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটমহল। ১৯৫৪ সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন তিনি। ভারতীয় ক্রিকেট মহল এক বিরাট ব্যক্তিত্বকে হারিয়ে ফেলল। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে গেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
