Connect with us

Cricket News

দর্শকদের সামনে বিরাটদের বক্সিং ডে টেস্ট খেলার সম্ভাবনা

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে তাও আবার দর্শক ছাড়া? এরকমটা ক্রিকেট মাঠে আগে কখনো হয়নি। তবে করোনার প্রাদুর্ভাবে সবকিছু বদলে গেছে। বেশ কয়েকমাস ক্রিকেট বন্ধ থাকার পর আবার ২২ গজে খেলা ফিরেছে। তবে সব খেলাই হচ্ছে দর্শকশূন্য মাঠে। কিন্তু এবার একটি ম্যাচে দর্শকের উপস্থিতিতে খেলা হওয়ার পরিস্থিতি তৈরি হল।

মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে দর্শকদের সামনে খেলতে পারেন কোহলি-স্মিথরা। ২৬ অক্টোবর থেকে মেলবোর্নে  লকডাউন বিধিনিষেধ উঠে গেল। এই মুহূর্তে নতুন কোনও কোভিড পজিটিভ কেস নেই মেলবোর্ন শহর বা ভিক্টোরিয়া অঞ্চলে। ভিক্টোরিয়ার মেয়র ড্যানিয়েল অ্যান্ড্রু বলেছেন, “ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং-ডে টেস্টে মাঠে দর্শক থাকবে। তবে কত বড় সংখ্যায় থাকবে সেটা বলা কঠিন। আগামী সপ্তাহে মেলবোর্ন কাপ ঘোড় দৌড় প্রতিযোগিতায় কিছু দর্শক থাকবে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা খেলার মাঠে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা করব।”

সরকারিভাবে ধমকাকাদার  এই সিরিজের চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমে ৩ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজের মাধ্যমে কোহলিদের অস্ট্রেলিয়া সফর শুরুর কথা থাকলেও অস্ট্রেলিয়ায় বিভিন্ন রাজ্য, শহরে কোয়ারেন্টিন নিয়মে পার্থক্য থাকায় সূচিতে বদল হচ্ছে।

টেস্ট সিরিজের বদলে নভেম্বরের শেষে টি-২০ ও ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু হবে। আমিরসাহি থেকে সোজা সিডনিতে গিয়ে সেখানেই ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে বিরাট ব্রিগেড। তারপর টি-২০ সিরিজ খেলে ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ দিয়ে চার টেস্টের সিরিজ হওয়ার কথা। দ্বিতীয় টেস্ট ম্যাচ বক্সিং-ডে, যা শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। তৃতীয় টেস্ট আগামী বছরের প্রথম সপ্তাহে হওয়ার কথা সিডনিতে। চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ হওয়ার কথা ব্রিসবেনে।

Advertisement

#Trending

More in Cricket News