
আইপিএলের ইতিহাসে সবথেকে ভাল টিমের নাম চেন্নই সুপার কিংস। প্রত্যেক বছর তারা ভাল পারফরম্যান্স করেছে। ২০১৯ পর্যন্ত প্রতিবারই তারা সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। ব্যতিক্রম শুধু ২০২০। গতবছর তারা আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছে।
গতবছর সংযুক্ত আরব আমিরশাহীতে মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, আম্বাতি রায়ডু, শেন ওয়াটসনের মতো খেলোয়াড়রা ব্যর্থ প্রমানিত হয়েছিলেন আর এর ফলাফল চেন্নাই সুপার কিংসকেও ভুগতে হয়েছিল।
এই ব্যর্থতার জন্যই চেন্নাই সুপার কিংসে ৮ জন বড়ো খেলোয়াড়কে আইপিএল ২০২১র নিলামের আগে রিলিজ করার পরিকল্পনা করছে। অবাক করার মতো ব্যাপার হলো যে চেন্নাই সুপার কিংসের দল ২০১৯ এ পার্পল ক্যাপ জয়ী ইমরান তাহিরকেও রিলিজ করতে চলেছে। যে আটজন খেলোয়াড়কে চেন্নাই রিলিজ করতে চলেছে, তারা হলেন—
১. কেদার জাদব — ৭.৪ কোটি টাকা
২. ইমরান তাহির — ১ কোটি টাকা
৩. পীযূষ চাওলা — ৬.৭৫ কোটি টাকা
৪. হরভজন সিং — ২ কোটি টাকা
৫. মুরলী বিজয় — ২ কোটি টাকা
৬. ডোয়েন ব্র্যাভো — ৬.৪ কোটি টাকা
৭. জশ হ্যাজেলউড — ২ কোটি টাকা
৮. করণ শর্মা – ৫ কোটি টাকা
এই খেলোয়াড়দের রিলিজ করার পর তাদের কাছে থাকবে ৩৩ কোটি টাকা যে টাকা দিয়ে তারা অনেক ভাল টিম তৈরি করতে পারবে।
