
৬ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে আইপিএল ২০২১ মরশুমে তাদের প্রথম ম্যাচ জিতল চেন্নাই। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মেরেকেটে ১০৮ রান তোলে পাঞ্জাব। সেই টার্গেট চেস করে ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয় চেন্নাই।
পাঞ্জাবের হয়ে ওপেনিং করেন মায়াঙ্ক আগরওয়াল ও কেএল রাহুল। প্রথম ওভারের চতুর্থ বলে পাঞ্জাবের প্রথম উইকেটের পতন ঘটে। দীপক চাহারের বলে ক্লিন বোল্ড হন তিনি। দলের ১২ রানের মাথায় রাহুল জাদেজার দ্বারা রান আউট হন। ৭ বলে তিনি মাত্র ৫ রান করেন। ক্রিস গেইল ১০, নিকোলাস পুরান ০ ও দীপক হুডা ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তিনজনই দীপক চাহারের দ্বারা আউট হন। দলের ২৬ রানের মাথায় ৫ টি উইকেটের পতন হয়। রিচার্ডসন ১৫, মুরুগান অশ্বিন ৬ রান করেন।
শাহরুখ খান ৩৬ বলে ৪৭ রান করে দলকে খাদ থেকে টেনে তোলেন। ১৯.১ ওভারের মাথায় স্যাম কারেনের বলে ক্যাচ আউট হন তিনি। মোহাম্মদ সামি ৯ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ১০৮ রান তোলে পাঞ্জাব কিংস। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক উইকেট নেন দীপক চাহার। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ টি উইকেট নেন তিনি। স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, মইন আলি ১ টি করে উইকেট পান।
চেন্নাইয়ের ওপেনার হিসেবে মাঠে নামেন গায়কোয়াড় ও ফাফ ডু প্লেসিস। ১৬ বলে ৫ রান করে আরশদীপের বলে ক্যাচ আউট হন গায়কোয়াড়। ৩১ বলে ৪৬ ফান করে আউট হন মইন আলি। ৯ বলে ৮ রান করে মোহাম্মদ সামি বলে ক্যাচ আউট প্যাভিলিয়নে ফেরেন রায়না। পরের বলেই রায়ডুকে আউট করেন মোহাম্মদ সামি। ডু প্লেসিস ৩৩ বলে ৩৬ করে অপরাজিত থাকেন। ১৫.৪ বলে একটি চার মেরে ম্যাচ জেতান স্যাম কারেন। ৪ বলে ৫ রান(অপরাজিত)করেন তিনি। পাঞ্জাবের হয়ে ২ টি উইকেট নেন মোহাম্মদ সামি। ১টি করে উইকেট পান মুরুগান অশ্বিন ও আরশদীপ সিং।
