
৬৯ রানের ব্যবধানে আরসিবির বিরুদ্ধে জিতল সিএসকে। টসে জিতে ব্যাটিং নেয় চেন্নাই। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান করে সিএসকে। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয় আরসিবি।
চেন্নাইয়ের ওপেনিং স্লটে নামেন রুতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু প্লেসিস। ২৫ বলে ৩৩ রান করে যুজবেন্দ্র চাহালের বলে ক্যাচ আউট হন তিনি। ৪১ বলে হাফ-সেঞ্চুরি করেন ফাফ ডু প্লেসিস। রায়না ১৮ বলে ২৪, রায়ডু ৭ বলে ১৪ রান সংগ্রহ করেন। ডু প্লেসিস, রায়না, রায়ডু তিনজনই হর্ষল প্যাটেলের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। মাত্র ২৮ বলে ৬২ রানের(অপরাজিত) দুর্ধর্ষ নক খেলেন রবীন্দ্র জাদেজা। শেষ ওভারে ৩৭ রান আসে জাদেজার ব্যাট থেকে। শেষ ৬ বলে হর্ষল প্যাটেলকে ৫ টি গগনচুম্বী ছক্কা মারেন জাদু। এছাড়া ৪টি চারও মেরেছেন তিনি। ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন ধোনি। ব্যাঙ্গালোরের হয়ে সর্বাধিক উইকেট নেন হর্ষল প্যাটেল। ৪ ওভারে ৫১ রান দিয়ে ৩ টি উইকেট নেন তিনি। শেষ ওভারে বোলিংয়ে গিয়ে জাদেজার কাছ থেকে ৩৭ রান হজম করতে হয় তাঁকে। এছাড়া যুজবেন্দ্র চাহাল পান ১টি উইকেট।
ওপেনিংয়ে নেমে একটি চার মেরে ইনিংস শুরু করেন বিরাট কোহলি। শুরুটা নিখুত হলেও ৩.১ ওভারের মাথায় ৮ রান করে স্যাম কুরানের বলে ক্যাচ আউট হন বিরাট। পাদিকাল ১৫ বল ৩৪ রান করেন। ওয়াশিংটন সুন্দর ৭ রান করে জাদেজার বলে ক্যাচ আউট হন। আজকের দিনটা মোটেই ভালো ছিল না ডিভিলিয়ার্সের জন্য। ৪ রান করে জাদেজার বলে ক্লিন বোল্ড হন তিনি। এদিকে ম্যাক্সওয়েল ২২ রান করে জাদেজার বলেই বোল্ড হন। ড্যান ক্রিস্টিয়ান ১, জেমিসন ২৬, সাইনি ২, চাহাল ৮, সিরাজ১২ রান সংগ্রহ করেন। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রানে থেমে যায় আরসিবির ইনিংস।
চেন্নাইয়ের হয়ে সর্বাধিক উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। পাশাপাশি ড্যান ক্রিস্টিয়ানকে রান আউট করেন তিনি। তাহির নেন ২ টি উইকেট। স্যাম কারেন ও শার্দুল ঠাকুর পান ১টি করে উইকেট।
