
গতকাল রাতে প্রয়াত হয়েছেন ফুটবলের কিংবদন্তি দিয়েগো মারাদোনা। সিএবির পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানিয়ে ক্যালকাটা কাস্টমস ও তপন মেমোরিয়ালের ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ম্যাচ শুরু হয়।
আজ ইডেনে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের প্রথম ম্যাচে তপন মেমোরিয়ালের বিরুদ্ধে মাত্র ১২১ রান করেও বোলারদের দাপটে ১১ রানে ম্যাচ জিতল ক্যালকাটা কাস্টমস ক্লাব। ১২২ রান তাড়া করতে নেমে ১১০ রানেই শেষ হয়ে যায় তপন মেমোরিয়ালের ইনিংস।
এদিন দিকে ক্যালকাটা কাস্টমস ক্লাব শুরুর দিকে ভাল ব্যাট করলেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রান না পাওয়ায় বড় স্কোর করতে পারেনি। ২৮ বলে ২৩ রান করেন ওপেনার অভিষেক দাস। তিন নম্বরে নেমে ৪১ বলে ৪৮ রান করেন অগ্নিভ পান। ১৫ বলে ১৭ রানা করেন সুমন্ত গুপ্ত।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের বেশি করতে পারেনি তপন মেমোরিয়াল। অধিনায়ক শাহবাজ আহমেদ ২৫ বলে ৩০ রান করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কাইফ আহমেদ ১৯ বলে ২২ এবং শাকির গান্ধী ২১ বলে ১৮ রান করেন। ক্যালকাটা কাস্টমসের করণ লাল ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। শ্রেয়ান চক্রবর্তী ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। দুরন্ত বোলিংয়ের সুবাদে এদিন ম্যাচের সেরা হন করণ লাল।
